
অর্জুনের জন্মদিনে রোম্যান্টিক পোস্ট মালাইকার, কীসের ইঙ্গিত দিলেন তারকা……
দ্য ওয়াল ব্যুরো: তাঁদের অসমবয়সী প্রেম নিয়ে বলিউডের অন্দরমহলে চর্চা কম হয়নি। কিছুদিন আগে তো রটেই গিয়েছিল যে বিয়ে করছেন তাঁরা। তবে সব গুজব উড়িয়ে দিয়েছেন তাঁরা। বরং চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর, এমনটাই মত নেটিজেনদের।
২৬ জুন ছিল অর্জুনের জন্মদিন। বার্থ ডে সেলিব্রেশনের জন্য মালাইকাকে নিয়ে নিউ ইয়র্কে পাড়ি দিয়েছিলেন অর্জুন। সারপ্রাইজ দিতে মালাইকাও কিছু কম যান না। অর্জুনের জন্য মিষ্টি একটা বার্থ ডে উইশ পাঠিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দু’জনের ছবি শেয়ার করেছেন মালাইকা। সেখানে দেখা গিয়েছে অর্জুনের হাত ধরে রয়েছেন তিনি। আর মালাইকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অর্জুন। নিজের ইনস্টা পোস্টে এই ছবি শেয়ার করে ক্যাপশনে মালাইকা লিখেছেন, অর্জুনের জন্মদিনে অনেক শুভেচ্ছা। রইলো ভালোবাসাও। তবে এখানেই শেষ নয়। অর্জুনকে খানিকটা পাগল এবং ভীষণ মজার মানুষও বলেছেন মালাইকা।
মালাইকা-অর্জুনের সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কঠাই শোনা যায় বি-টাউনে। অনেকেই বলেন, অর্জুনের কারণেই নাকি আরবাজ খানের সঙ্গে মালাইকার দীর্ঘদিনের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে। এর আগে অবশ্য শোনা গিয়েছিল, একসময় সলমন খানের বোন অর্পিতার সঙ্গেই সম্পর্ক ছিল অর্জুন কাপুরের। কিন্তু মালাইকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই নাকি ভেঙে যায় সেই সম্পর্ক। তবে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক ভালো চোখে দেখেননি অনেকেই। কিন্তু তাতে কী! বরং লোকের কথায় পাত্তা না দিয়ে দিব্যি একান্তে সময় কাটান এই দুই তারকা। বিদেশ ভ্রমণ থেকে মুম্বইয়ের নামিদামি রেস্তোরা—–সর্বত্র হামেশাই একসঙ্গে দেখা যায় মালাইকা-অর্জুনকে।
এখন শুধু বিয়ের অপেক্ষা।