
দ্য ওয়াল ব্যুরো: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চেন্নাইয়ের মেরিনা বিচে সমাহিত করা হলো করুণানিধিকে। বুধবার সন্ধ্যায় তাঁর এই শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দেশের তাবড় রাজনীতিক ও নেতারা।
রাাজাজী হল থেকে তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধির মরদেহ মেরিনা বিচে নিয়ে যাওয়ার সময় জনস্রোতকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়। পদপিষ্ট হয়ে মারা যান দুজন।
প্রকাশ্যে কার্যত সবসময়েই করুণনিধিকে দেখা যেত এক রকম পোশাকে। চোখে কালো চশমা, কাঁধের উপর দিয়ে হলুদ রঙের উত্তরীয়। এ দিন কফিনের ভিতরে সেই পোশাকেই শায়িত অবস্থায় দেখা যায় তাঁকে। শেয পর্যায়ে জাতীয় পতাকায় মোড়া ছিল তাঁর দেহ। কফিনে লেখা ছিল, “এমন এক জন মানুষ যিনি বিশ্রাম ছাড়াই কাজ করতেন। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।”
