
দ্য ওয়াল ব্যুরো: দীপিকা পাড়ুকোনের পর শ্রদ্ধা কাপুর। সমন মেনেই এনসিবি দফতরে হাজিরা দিলেন শ্রদ্ধা। জানা গিয়েছে আজ, বেলা ১১টা ৪৫মিনিট নাগাদ এনসিবি দফতরে গিয়েছেন শ্রদ্ধা কাপুর। সূত্রের খবর, আরও কিছুটা সময় চেয়েছেন সারা আলি খান। সে ব্যাপারে তাঁকে সম্মতি দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যাচ্ছে হয়তো আজই বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি আসতে পারেন এনসিবি দফতরে।
সূত্রের খবর, আজ সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার এলাকায় ইভলিন গেস্ট হাউসে পৌঁছেছেন দীপিকা। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন নারকোটিক্স ব্যুরোর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। আর সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠানো হয়েছে বাল্লার্ড এস্টেটে এনসিবির অফিসে। সেখানে এই দুই অভিনেত্রীকে জেরা করা হবে।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল থেকে বেশ কিছু চ্যাটের অংশ উদ্ধার করেছেন এনসিবি কর্তারা। তার ভিত্তিতেই সন্দেহ হয়েছে দীপিকা এবং শ্রদ্ধার উপর। তাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এই দুই অভিনেত্রীক। জয়া সাহাকে ইতিমধ্যেই জেরা করেছেন নারকোটিক্স ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া মেসেজের থেকে আন্দাজ করা হচ্ছে মাদক নিয়ে আলোচনা করেছেন দীপিকা এবং শ্রদ্ধা। অনুমান এই আলোচনা চলেছে দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে। ২০১৭ সালের ২৮ অক্টোবর রাত ১০টা নাগাদ কথোপকথন হয়েছিল তাঁদের মধ্যে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে নেমে বলিউডের একাধিক তারকার নাম নারকোটিক্স ব্যুরোর সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। দু’জনেরই জামিনের আবেদন একাধিক বার খারিজ হয়েছে। আপাতত রিয়া রয়েছেন মুম্বইয়ের বাইকুল্লা জেলে। এছাড়াও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং অভিনেতার রাঁধুনি দীপেশ সাওয়ান্তকেও গ্রেফতার করেছে এনসিবি। মুম্বইয়ের মাদক পাচারকারীদেরও অনেককেই এর মধ্যে গ্রেফতার করেছে এনসিবি। তাদের মধ্যে অন্যতম জাইদ ভিলাত্রা এবং আবদুল বসিত পরিহার। এনসিবি সূত্রে খবর, জাইদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শৌভিক এবং স্যামুয়েলের। তিনজনের যোগাযোগের মাধ্যম ছিল আবদুল।
অন্যদিকে গতকাল এনসিবি জেরা করেছে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে। সূত্রের খবর, আজ ফের ডাকা হতে পারে করিশ্মাকে। শোনা গিয়েছে, দীপিকা এবং করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। এছাড়াও গতকাল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রী রকুল প্রীত সিংকেও। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর। গতকাল রকুল প্রীতকে ৪ ঘণ্টা ধরে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। আর তার থেকেও অনেকটা বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে করিশ্মা প্রকাশকে।
এছাড়াও গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার মাদক তদন্তে বয়ান রেকর্ডের জন্য এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা। অন্যদিকে গতকাল রকুল প্রীত এবং করিশ্মার পাশাপাশি জেরা করা হয়েছে ক্ষিতীশ রবিপ্রসাদ এবং অনুভব চোপড়াকেও। এরা দু’জনেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন।