
দাউ দাউ করে জ্বলছে মাউন্ট কিলিমাঞ্জারো, লেলিহান শিখায় ঢেকেছে আকাশ, বিপর্যস্ত বন্যজীবন
ভয়াবহ আগুন লেগেছে কিলিমাঞ্জারোর পর্বতের একটি ঢালে। আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের জঙ্গল ঘেরা এলাকাতেও। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ছে জনা পাঁচশো লোক।
দ্য ওয়াল ব্যুরো: ঘন অন্ধকার নেমেছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোতে। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। মুখ ঢাকা পড়েছে সূর্যেরও। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে পর্বতের প্রতিটি ঢালে। পুড়ছে গাছপালা, জ্বলছে জঙ্গল। ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বহুদূর থেকেও। আগুনের গ্রাসে কিলিমাঞ্জারোর বন্যজীবনও।
ভয়াবহ আগুন লেগেছে কিলিমাঞ্জারোর পর্বতের একটি ঢালে। আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের জঙ্গল ঘেরা এলাকাতেও। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ছে জনা পাঁচশো লোক। তাঞ্জানিয়া ন্যাশনাল পার্ক জানিয়েছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে হাওয়ার গতিতে আগুন ছড়িয়ে পড়ছে জঙ্গল ঘেরা এলাকাগুলোতে। তাঞ্জানিয়া ন্যাশনাল পার্কের মুখপাত্র পাস্কাল শেলুটেট জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গোটা একদিন ধরে আগুন ছড়িয়ে পড়ছে বিশাল এলাকাজুড়ে। বন্যপ্রাণের সমূহ ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো। উত্তর-পূর্ব তাঞ্জানিয়াতে কেনিয়ার সীমান্তে অবস্থিত। সোয়াহিলি ভাষায় যার অর্থ উজ্জ্বল পর্বত। কিলিমাঞ্জারোর দুটি শৃঙ্গ রয়েছে একটি ঢালের সঙ্গে জোড়া। উচ্চতর শৃঙ্গ কিবো যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৮৯৫ মিটার উচ্চতায় অবস্থিত। অপর শৃঙ্গ মাওয়েসি যার উচ্চতা ৫,১৮৯ মিটার। পর্বতারোহীদের অন্যতম আকর্ষণের জায়গা এই মাউন্ট কিলিমাঞ্জারো। ১৮৮৯ সালে জার্মান ভূবিজ্ঞানী হান্স মেয়ার ও অস্ট্রিয়ার পর্বতারোহী লুডভিগ পুর্টশেলার প্রথম এই পর্বত শীর্ষে আরোহন করেছিলেন।
আগুনের শিখা দেখা গিয়েছিল গত রবিরার থেকেই। ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পর্বতের ঢালগুলিতে। হোনা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে সোমবার রাত থেকেই। পাস্কাল বলেছেন, এখনও অবধি প্রাণহানির কোনও খবর মেলেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যাচ্ছে না। ধোঁয়ায় এতটাই ঢেকে রয়েছে পাহাড়ি ঢাল যে পৌঁছনোও সম্ভব হচ্ছে না। শতাধিক দমকলকর্মী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন।