
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ বাড়ছে ভারতে। কোভিডের তিন বিদেশি স্ট্রেনও ঢুকে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের নিউজিল্যান্ডে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন। এমনকি ভারত ফেরত দেশের কোনও নাগরিককেও ঢুকতে দেওয়া হবে না। নতুন করে করোনার ধাক্কা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেসিন্দা।
আতঙ্কের কারণও আছে। নিউজিল্যান্ডে এমনিতেও করোনা সংক্রমণ প্রায় থেমে গিয়েছিল। সম্প্রতি ২৩ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়ে। এই আক্রান্তদের আবার ১৭ জন ভারতীয়। তাই তড়িঘড়ি ভারতের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ ছিন্ন করে দেওয়ারই সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড সরকার।
প্রধানমন্ত্রী জেসিন্দা বলেছেন, সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তারপরে পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে নিউজিল্যান্ডই প্রথম সংক্রমণ রোখার পথ দেখিয়েছিল। সেই গত বছর মার্চে ১০০ জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছিল। তারপর থেকেই অন্যান্য দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসায় সুস্থ করে তোলা হয়। সংক্রামিতদের সংস্পর্শে আসাদের টেস্ট করিয়েও আইসোলেশনে রাখা হয়। গোড়া থেকেই শক্ত হাতে কোভিড বিধি মেনে চলার কারণে, সারা দেশে সংক্রমণ তেমনভাবে ছড়াতে পারেনি।
কিন্তু এখন ফের নতুন করে দেশে সংক্রমণ ধরা পড়ায় সিঁদুরে মেঘ দেখছে নিউজিল্যান্ড। বিশেষ করে ভারতীয়দের থেকেই সংক্রমণ ফের দেশে ঢুকেছে বলেই দাবি। ভারতে এখন করোনার ব্রিটেন স্ট্রেন, দক্ষিণ আফ্রিকার মিউট্যান্ট স্ট্রেন ও বাজিলীয় সুপার-স্প্রেডার স্ট্রেন ছড়িয়ে পড়েছে। বিদেশি প্রজাতিতে আক্রান্ত পাঁচশো জনেরও বেশি। করোনার এইসব সুপার-স্প্রেডার স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অনেক বেশি ছোঁয়াচে। তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে নিউজিল্যান্ড।