
দ্য ওয়াল ব্যুরো: হনুমা বিহারী আর পুজারার অসাধারণ মাটি কামড়ে থাকা ইনিংসে হারা ম্যাচ ড্র করেছে ইন্ডিয়া। সোমবার সকাল থেকে এই নিয়ে যখন ক্রিকেট উন্মাদনার জোয়ার বয়ে যাচ্ছে, তখনই এল সুখবর। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। বাবা হয়েছেন বিরাট কোহলি।
এর পর থেকেই কৌতূহল সদ্যজাতের ছবি দেখার। সোমবার রাতে বিরাটের ভাই অর্থাত্ নতুন কাকা বিকাশ কোহলি একটি শিশুর পায়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। পৃথিবীতে ওয়েলকাম জানিয়েছেন ভাইঝিকে। তারপর থেকেই প্রশ্ন, তাহলে কি এটাই সে?
যদিও সেই উত্তর মেলেনি। বিরাট বা অনুষ্কাও এখনও পর্যন্ত ছবি শেয়ার করেননি। তবে বিরাট সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মা এবং সন্তান ভাল আছে। তিনি এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হয়েছেন।
তাঁদের সম্পর্কের রসায়নটাই আলাদা। ভারতীয় দল বিদেশ সফরে গেলে বহুবার চলে গিয়েছেন অনুষ্কা। গ্যালারিতে থেকেছেন বহু ম্যাচে। আবার বোর্ডকে আগে থেকেই কোহলি জানিয়ে রেখেছিলেন, অস্ট্রেলিয়া সফরের মাঝপথে তিনি ফিরে আসবেন। কেন না ওই সময়েই অনুষ্কার ডেলিভারি।
অনুমতি দিয়েছিল বোর্ড। শেষ টেস্টে খেলেননি বিরাট। ফিরে এসেছিলেন দিল্লি। সোমবার দুপুরে আসে সেই মহেন্দ্রক্ষণ। তবে নবজাতকের ছবির জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন বিরুষ্কার অগণিত ভক্ত।