
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গেরুয়া মঞ্চে তাঁকে কীর্তন গাইতে দেখা গিয়েছে। ভাল কীর্তন গাইতে পারেন তিনি।
কিন্তু এমন পোশাকে তাঁকে বাংলায় কেউ কখনও দেখেছেন! যেন চেনাই যাচ্ছে না। তিনি কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক।
কৈলাস মানেই পায়জামা, পাঞ্জাবি, গলায় জড়ানো গেরুয়া উত্তরীয়, কপালে গেরুয়া তিলক। আর শীতকাল হলে হলুদ কিংবা বাহারি রঙের ওভারকোট।
বৃহস্পতিবার ছিল পার্বণের দিন। মকরসংক্রান্তি। এদিন একেবারেই অন্য মেজাজে দেখা গেল বিজেপির এই কেন্দ্রীয় নেতাকে। ইন্দোরে ক্রিকেট খেললেন তিনি। ডাঙ্গুলিও খেললেন। পরনে ডেনিম রঙের ডার্ক-ফেড জিন্স, মেরুন ফুল স্লিভ সোয়েট টিশার্ট আর পায়ে স্পোর্টস শ্যু।
নিজের টুইটার হ্যান্ডলে ছবি শেয়ার করে লিখেছেন, বিজেপি কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলে, গুলি ডান্ডা পিটিয়ে মকর সংক্রান্তি উদযাপন করছেন।
বাংলাই এখন বিজেপির পাখির চোখ। একুশে ফাইনাল। সেই টুর্নামেন্টে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদের অন্যতম মেন্টর এদিন যেন নেট সেরে নিলেন নিজের ঘরের মাঠ।
কৈলাস হয়তো জানেন ভোট যত এগিয়ে আসবে বাংলার পিচ আরও ভয়ানক হবে। এলোপাথাড়ি বল ঘুরবে, কড়া ধাঁচের বাউন্সার ধেয়ে আসবে, ফেস করতে হবে ইয়র্কারও। তাই তিনি নেট সেরে নিলেন সংক্রান্তিতে। যাতে আক্ষরিক পৌষ মাস আনা যায়।
এমনিতে বিজেপির কাছে মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র দিন। সঙ্ঘ ঘরানার নেতারা তো নানান আচার-অনুষ্ঠান পালন করেন এদিন। কৈলাস সেসব না করলেও চুটিয়ে ক্রিকেট খেললেন এদিন।
सभी को मकर संक्रांति की शुभकामनाएं !!!
आज सभी के साथ मैंने भी परंपरागत तरीके से मकर संक्रांति मनाई। गिल्ली डंडा खेला और पतंग उड़ाई। #MakarSankranti pic.twitter.com/RCL8FvFnMp
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 14, 2021