
দ্য ওয়াল ব্যুরো: ফের এটিএম লুঠ শহরে। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠেছে তিলজলায়। জানা গিয়েছে, তিলজলা থানা থেকে সামান্য দূরের এই এটিএমে চুরি হয়েছে শুক্রবার ভোররাতে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৩ লক্ষ টাকা লুঠ হয়েছে। তিলজলা থানা এলাকার সি এন রায় রোডে একটি অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম রয়েছে। গতকাল ভোররাতে সেখানেই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন।
সঙ্গে সঙ্গেই তিলজলা থানা এবং দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। এর পর পুলিশ দেখতে পায় এটিএম মেশিনের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়েছে। উধাও সব টাকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তিলজলা থানার পুলিশ। কীভাবে ওই এটিএমে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার সময় কোনও ভাবে আগুনের ফুলকি বেরিয়ে এই অগ্নিকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
সূত্রের খবর, ওই এটিএমে ঘটনার সময় কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। গতকাল তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন লালবাজারের গোয়েন্দারা। এটিএম এবং তার আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত সে ব্যাপারে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশের অনুমান এই এটিএম লুঠের ঘটনায় হরিয়ানার কুখ্যাত একটি গ্যাং জড়িত থাকতে পারে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসের প্রথম দিকে উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় একটি এটিএম লুঠের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তবে পুলিশি তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। ধরা পড়ে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় জানা গিয়েছিল তারা হরিয়ানা গ্যাংয়ের সদস্য। সিসিটিভি ফুটেজে তিনজনের মুখ দেখা গেছে বলে পুলিশ সূত্রে খবর। সেই সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত। পুলিশের অনুমান, হরিয়ানার গ্যাস কাটার গ্যাং সম্প্রতি কলকাতা ও তার আশপাশে নতুন করে হানা দিতে শুরু করেছে। এই গ্যাং শহর ও শহরতলির আরও কয়েকটি জায়গায় এটিএম ভাঙার চেষ্টা করতে পারে আগামী কয়েকদিনে। তাই রাতের বেলা টহলদারি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।