
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা কলকাতার রাজপথে। লরির ধাক্কায় ভেঙে গিয়েছে যাত্রী প্রতীক্ষালয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন। জানা গিয়েছে, মানিকতলা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। ঘাতক লরিটিকে আটক করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে একটি যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা মারে একটি লরি। দ্রুত গতির লরির ধাক্কায় ভেঙে পড়েছে বাসস্ট্যান্ডের উপরের চাঙর। বাসস্ট্যান্ডের পাশেই একটি পুরনো বাড়ির ঝুল বারান্দার অংশও ভেঙে গিয়েছে বলে খবর। ধ্বংসস্তূপে চাপা পড়েই মৃত্যু হয়েছে ২ জনের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। বাকিদের চোট ততটা মারাত্মক নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে ছুটে আসা ওই লরিটি প্রথমে দুটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। তারপর ধাক্কা মারে বাসস্ট্যান্ডের দুটি পিলার এবং লাগোয়া একটি চায়ের দোকান। অল্পের জন্য বেঁচে গিয়েছেন চায়ের দোকানের মালিক। দ্রুত গতিতে ওভাবে লরিটিকে ধেয়ে আসতে দেখে অজানা আশঙ্কায় দোকান থেকে ছুটে বেরিয়ে আসেন তিনি। বাসস্ট্যান্ডের পিলারে সজোরে তীব্র গতিতে ছুটে আসা লরি ধাক্কা মারার ফলে ভেঙে পড়ে বাসস্ট্যান্ডের উপরের ছাদের অংশ।
এর মধ্যেই ঘাতক লরির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই ঘটেছে দুর্ঘটনা। কিন্তু কীভাবে নিয়ন্ত্রণ হারালেন চালক, লরিতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি মদ্যপ অবস্থায় ছিলেন চালক সেটাও খতিয়ে দেখছে পুলিশ।