
দ্য ওয়াল ব্যুরো: একটি বহুতল থেকে এক দম্পতির পচাগলা দেহ উদ্ধার করল বরাহনগর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত এ কে চৌধুরী (৮০) ও তাঁর স্ত্রী শ্রিপা চৌধুরী দুজনেই ডাক্তার।
রবিবার সন্ধেবেলা বরাহনগরের টিএন চ্যাটার্জি রোডের এই বহুতলের বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ দুটিকে পাঠিয়েছে পুলিশ। অনুমান, অন্তত ছ’দিন আগে এই দম্পতির মৃত্যু হয়েছে। বাবা-মায়ের দেহ আগলে রেখেছিলেন মেয়ে দেবী।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দেবী মানসিক ভারসাম্যহীন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কবে মৃত্যু হয়েছে, কী করে বাবা-মা দুজনেরই মৃত্যু হল এসবই তদন্ত করে দেখছেন বরাহনগর থানার অফিসাররা। স্বাভাবিক মৃত্যু নাকি খুন তাও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকার অনেকেই জানিয়েছেন, এই পরিবারের কোনও সদস্যই প্রতিবেশীদের সঙ্গে তেমন মিশতেন না। বাড়ি থেকেও বেরোতেন না তেমন। তবে স্বামী-স্ত্রীর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে।
বছর দুয়েক আগে রবিনসন স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছিল কলকাতার আনন্দপুরের একটি আবাসনে। সেবার দিদির দেহ আগলে রেখেছিলেন বোন। স্থানীয়রা খবর দেওয়ার পর দেহ উদ্ধার করে পুলিশ।