
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরিচয় দিয়ে ব্যবসা ফেঁদে বসেছিলেন এক ব্যক্তি। এই শহরের বুকেই চলছিল জালিয়াতি। রবিবার প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম গোবিন্দ আগরওয়াল। পুলিশ জানিয়েছে, কালো টাকা সাদা করার প্রতিশ্রুতি দিতেন এই অভিযুক্ত। আয়কর দফতর হানা দেবে এই ভয় দেখিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন গোবিন্দ। অনেকদিন ধরেই চলছিল প্রতারণা। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।
জানা গিয়েছে, বছর দুয়েক আগে হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা দায়ের হয়েছিল। ২০১৮ সালের সেই মামলার তদন্ত করতে নেমে বিভিন্ন সূত্র ধরে এই গোবিন্দর খোঁজ পান লালবাজারের গোয়েন্দারা। এই অভিযুক্ত কতজনের সঙ্গে প্রতারণা করেছেন আপাতত সেই বিষয়ে বিশদে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, একাধিকবার অভিযুক্ত গোবিন্দকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হলেও যাননি তিনি। শেষ পর্যন্ত ম্যাঙ্গো লেনের বাড়িতে হানা দিয়ে গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, এই বাড়িতে বসেই প্রতারণা চক্র চালাতেন তিনি। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টায় গোবিন্দকে জেরা করছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের তদন্তকারী আধিকারিকরা।
আর্থিক প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে ধৃত গোবিন্দ আগরওয়ালের বিরুদ্ধে। আগামী ২৪ তারিখ পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। সূত্রের খবর, ২০১৬ আর ২০১৭ সালেও একাধিক অভিযোগ দায়ের হয়েছিল এই ব্যক্তির বিরুদ্ধে। মোট ৬ বার তাকে হাজিরার জন্য তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু কোনওবারই হাজিরা দেননি গোবিন্দ আগরওয়াল।