
বেলেঘাটায় বিরাট বিস্ফোরণ, গান্ধী ভবনের পাশেই উড়ে গেল ক্লাব ঘরের ছাদ
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই প্রচণ্ড বিস্ফোরণ। বেলেঘাটা গান্ধী ভবনের পাশে একটি ক্লাব ঘরের ছাদ উড়ে গেছে বলে খবর। বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ। পৌঁছেছে বম্ব স্কোয়াড। কীভাবে বিস্ফোরণ ঘটল খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, এদিন ভোরে আচমকাই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের বক্তব্য, বিস্ফোরণে শব্দে আতঙ্ক ছড়ায়। অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। গান্ধী ভবনের পাশেই ক্লাব ঘরে গিয়ে দেখেন, দোতলার একটি ঘরের ছাদ উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়রা জানিয়েছেন, কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে তাঁদের কোনও ধারণা নেই। ক্লাবের লোকজনেরও দেখা মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।
এ দিন বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞের দল। প্রায় এক ঘণ্টা তাঁরা ছিলেন ঘটনাস্থলে। সূত্রের খবর, বিস্ফোরণে ক্লাব ঘরের যে জায়গাগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, বিস্ফোরণস্থল থেকে স্প্রিন্টার উদ্ধার হয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।