
দ্য ওয়াল ব্যুরো: সাহায্যের অছিলায় এসে এক স্কুল ছাত্রীর ব্যাগ ছিনতাই করে পালায় দুই বাইক আরোহী যুবক। ছাত্রীটিকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সোমবার সন্ধে নাগাদ এই ঘটনা ঘটেছে গড়িয়াহাটে। গতকাল, মঙ্গলবার রাতে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আলিপুর আদালতেও তোলা হয় আজ। জানা গিয়েছে, অভিযুক্তদের আগামী ৮ মার্চ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
পুলিশ জানিয়েছে, সোমবার টিউশন থেকে ফিরছিল ওই কিশোরী। দক্ষিণ কলকাতার একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে মেয়েটি। সঙ্গে তার মাও ছিল। স্কুটারে চেপে বাড়ি ফিরছিল তারা। ম্যান্ডেলিনা গার্ডেনস ও সুইনহো লেনের কাছে তাদের স্কুটার খারাপ হয়ে যায়।
মেয়েটি পুলিশকে বলেছে, মায়ের সঙ্গে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিল। মায়ের ব্যাগ ছিল তার কাঁধে। এই সময় বাইকে চেপে দুই যুবক তাদের সামনে এসে থামে। কথাবার্তায় মনে হয়েছিল তাদের সাহায্য করতেই এসেছে। কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণের মধ্যেই। ছাত্রী ও তার মায়ের অভিযোগ, কিছুটা তাদের সঙ্গে গিয়ে আচমকা মেয়ের কাঁধে থাকা ব্যাগে হ্যাঁচকা টান দেয় একজন। অন্যজন বাইকের গতি বাড়িয়ে পালাবার চেষ্টা করে।
বাধা দেওয়ার চেষ্টা করলে মেয়েটিকে মারধর করা হয় বলেও অভিযোগ। ছাত্রীটি ব্যাগ টেনে ধরে থাকে আর ওই অবস্থাতেই তাকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা নিয়ে যাওয়া হয়। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন মেয়েটির মা। ছুটে আসে লোকজন। কিন্তু বাইকটিকে ধরা যায়নি।
ঘটনার পরেই গরিয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুজনে। পুলিশ জানিয়েছে, রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শণাক্ত করা হয়। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নামও জানিয়েছে পুলিশ— ফারদিন আলি ও শেখ ইমরান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ছিনতাই করা ব্যাগ ও তার ভেতরে থাকা জিনিসপত্রও উদ্ধার হয়েছে।