
দ্য ওয়াল ব্যুরো: ২০ বছরের এক তরুণীকে অপহরণ করে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতা- সহ চারজনের বিরুদ্ধে। টানা দু’দিন ধরে ওই তরুণীকে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে শাহদোল জেলায়।
নির্যাতিতা তরুণীর পরিবার পুলিশকে জানিয়েছে গত ১৮ ফেব্রুয়ারি সব্জি কিনতে বাড়ি থেকে বের হওয়ার পরে অপহরণ করা হয় তাকে। প্রথমে তাঁরা ভেবেছিলেন তরুণী হয়তো কোনও আত্মীয়র বাড়ি গিয়েছেন। তাই তাঁরা পুলিশের দ্বারস্থ হননি। কিন্তু দু’দিন ধরে খোঁজ না পেয়ে ২০ ফেব্রুয়ারি পুলিশে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। তার কিছুক্ষণ পরেই বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা।
পরিবারের অভিযোগ, জাইটপুরের বিজেপি প্রধান বিজয় ত্রিপাঠি এবং তার তিন সহযোগী রাজেশ শুক্লা, মুন্না সিং ও মোনু মহারাজ তরুণীকে অপহরণ করে একটা ফার্ম হাউসে আটকে রেখে ধর্ষণ করেছে। নির্যাতিতার এক আত্মীয় বলেন, “ওরা আমাদের মেয়েকে গাড়িতে করে অপহরণ করে। যখন আমরা থানায় অভিযোগ করি তখন ওরা ওকে বাড়ির বাইরে ফেলে দিয়ে যায়। আমাদের মেয়ে হাসপাতালে সবটা খুলে বলেছে। তারপরেই আমরা সবটা জানতে পেরেছি।”
শাহদোলের অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ বৈশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই চারজন বেপাত্তা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
