
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, বুধবার সকালে গুজরাতের বদোদরাতে ঘটেছে এই দুর্ঘটনা। একটি লরির সঙ্গে অন্য একটি মিনি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত ও আহতরা একটি মিনি ট্রাকে করে সুরাতের ভারাচ্চা এলাকা থেকে পাঁচমহল জেলার পাভাগড়ে যাচ্ছিলেন। হাইওয়েতে ওঠার পরে ওয়াঘোড়িয়া সার্কেলের কাছে অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মিনি ট্রাকটির। দুর্ঘটনার পরেই স্থানীয়রা পুলিশে খবর দেন।
বদোদরার পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভট্ট জানিয়েছেন, সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয়রাও এই কাজে সাহায্য করেন। ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রাকটির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় দেহগুলিকে বের করে আনতে সমস্যা হচ্ছিল। ১৬ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়িদুটির গতিই বেশ জোরে ছিল। তার ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালকরা। এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে হাইওয়েতে। পরিস্থিতি মোকাবিলা করে পুলিশ।
দুর্ঘটনার পরে টুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বদোদরাতে দুর্ঘটনার খবরে খুব দুঃখ পেয়েছি। যাঁরা নিজেদের কাছের মানুষদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করি। সব রকমের সাহায্য করেছে প্রশাসন।”
Saddened by the accident in Vadodara. My thoughts are with those who lost their loved ones. Praying that the injured recover soon. The administration is providing all possible assistance at the site of the accident.
— Narendra Modi (@narendramodi) November 18, 2020
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও টুইট করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বদোদরাতে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। প্রশাসনকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছি। মৃতদের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।”