
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন পাওয়া গেছে বলে গতকালই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ নতুন রিপোর্টে বলা হল, ৬ জন নয়, কম করেও ২০ জনের শরীরে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, বছর দুয়েকের এক শিশুর শরীরেও নতুন ভাইরাল স্ট্রেন খুঁজে পাওয়া গেছে। বাবা-মার সঙ্গে শিশুটি লন্ডন থেকে ফিরেছিল দিন দুয়েক আগে। সংক্রমণের উপসর্গ থাকায় দিল্লির হাসপাতালে করোনা পরীক্ষা করানো হয়। সেখানেই নতুন স্ট্রেনের হদিশ মেলে।
২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর অবধি ব্রিটেন থেকে ৩৩ হাজার মানুষ ফিরেছেন দেশে। তাঁদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট করিয়ে গতকাল অবধি ৬ জনকে চিহ্নিত করা হয়েছিল যাঁদের শরীরে ব্রিটেন-স্ট্রেন (বি.১.১.৭) তথা করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেনের সন্ধান মিলেছিল। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সেই সংখ্যা এখন বেড়েছে। আরও ১৪ জনের শরীরে নতুন স্ট্রেন খুঁজে পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন, বেঙ্গালুরুর নিমহ্যান্সে, দু’জন হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে, এক জন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে, আটজন দিল্লির এনসিডিসিতে এবং একজন কল্যাণীর এনআইবিজিতে।
সংক্রামিতদের মধ্যে অন্ধ্রপ্রদেশের এক মহিলা দিল্লি থেকে ট্রেনে সফর করে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন বলে খবর ছড়িয়েছে। ওই মহিলা এখন আইসোলেশনে রয়েছেন। তবে তাঁর সংস্পর্শে আসাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই মহিলার ছেলের শরীরে সংক্রমণ মেলেনি। আরও কতজনের কাছাকাছি তিনি গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বাংলায় ২ সদ্যোজাতর শরীরে মিলল করোনার অ্যান্টিবডি, গর্ভে থাকতেই কোভিডে আক্রান্ত
করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশে। এর মধ্যেই খবর মিলেছে উত্তরপ্রদেশের মেরঠে বছর দুয়েকের এক শিশুকন্যা করোনা আক্রান্ত এবং তার শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন রয়েছে। লন্ডন থেকে সম্প্রতি ফিরেছে শিশুটির পরিবার। তারপর থেকে দিল্লিতেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ব্রিটেন ফেরত উত্তরপ্রদেশের বাসিন্দা আরও তিনজনের শরীরে করোনা ধরা পড়েছে। তবে নতুন স্ট্রেন কিনা জানা যায়নি। এখনও পর্যন্ত বাচ্চা মেয়েটির নমুনাতেই নতুন ভাইরাল স্ট্রেনের সন্ধান মিলেছে। উত্তরপ্রদেশে সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। মেরঠের সন্ত বিহার কলোনিতে হাই অ্যালার্ট জারি কার হয়েছে। সেখানেও অন্তত ২০০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও অবধি নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েনি। তবে সতর্কতা দরকার। কারণ ব্রিটেন-স্ট্রেন ৭০ শতাংশ দ্রুতগতিতে ছড়াতে পারে। করোনার অন্যান্য স্ট্রেনের তুলনায় অনেক বেশি সংক্রামক। নতুন স্ট্রেনে এমনভাবে জিনের গঠন বিন্যাস বদলেছে যে আরটি-পিসিআর টেস্টেও অনেক সময় সংক্রমণ ধরা পড়ে না। ফলস নেগেটিভ রিপোর্ট আসে। তাই আক্রান্তদের থেকে নেওয়া নমুনার জিনোম সিকুয়েন্স করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা।
আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর অবধি ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।