
দ্য ওয়াল ব্যুরোঃ হাইওয়েতে উঠে পড়েছিল গরু। প্রচণ্ড গতিতে যাওয়া গাড়ির মাঝে দাঁড়িয়ে পড়েছিল সে। আর গরুকে বাঁচাতে গিয়ে উলটে গেল গাড়ি। গতি বেশি থাকায় বেশ কয়েকবার পাল্টি খায় গাড়িটি। আর তাতেই মৃত্যু হয়েছে তিন যুবতীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আর এক যুবতী। তাঁরা চারজনেই বান্ধবী বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল থেকে ২১৪ কিলোমিটার দূরে গুণা জেলায়। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। চার যুবতীই দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় পুলিশ। চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজন ভর্তি রয়েছেন সেখানে।
পুলিশ সূত্রে খবর, চার বান্ধবী দিল্লি থেকে গাড়িতে করে মধ্যপ্রদেশের ওংকারেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সেখানে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়ির গতিও যথেষ্ট বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার ফলেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে উলটে যায় গাড়িটি।
গুণা জেলার চাচৌড়া পুলিশ থানার ইন চার্জ রাজেশ গুপ্তা জানিয়েছেন, মৃত তিন যুবতীর নাম সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) ও পুনম ভারতী (৪০)। যে যুবতী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর নাম বিন্দু শর্মা (৪০)। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। এই মুহূর্তে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
রাজেশ গুপ্তা জানিয়েছেন, সন্তোষ কুমারী ঘটনাস্থলেই মারা যান। কিন্তু গায়ত্রী ও পুনম হাসপাতালে যাওয়ার পথে মারা যান। বিন্দু জানিয়েছেন, রাতের হাইওয়েতে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ রাস্তার উপর একটি গরু চলে আসে। গরুকে দেখেই তিনি জোরে ব্রেক চাপেন। আর তাতেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। উলটে যাওয়ার আগে ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। তারপরেই সেটি উলটে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। কিন্তু বাকি তিন বান্ধবীর মৃত্যু হয় এই দুর্ঘটনায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।