
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে তিন বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের কস্তুরবা মার্গে। ওই শিশুটির পরিচিত দুই কিশোরই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। তাঁরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় শিশুটি পড়ে। এদিকে তাঁরা কাজে যাওয়ার সময় ওই দুই কিশোরকে বাড়ির পাশে দেখেছিলেন। সেই থেকেই তাঁদের সন্দেহ হয়।
জানা গিয়েছে, সঙ্গে সঙ্গেই কস্তুরবা মার্গ থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা-বাবা। থানার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এক দম্পতি অভিযোগ দায়ের করেন তাঁদের তিন বছরের মেয়েকে দুই কিশোর গণধর্ষণ করেছে। তারপরেই দু’জনকে থানায় ডাকা হয়। জেরার সময় তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইপিসি ৩৭৬ ও পকসো ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নাবালক হওয়ায় তাদের দু’জনকে কারেকশনাল হোমে পাঠানো হয়েছে।”
শিশুটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নাবালক হলেও দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন সবাই।