
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। জোরালো কম্পন টের পাওয়া গেছে দিল্লি, পাঞ্জাব সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। কম্পনের পরে আফটার শক ছিল কয়েক সেকেন্ড।
ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.১। কম্পন অনুভূত হয়েছে রাজধানীর আশপাশের এলাকাতেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের প্রকৃত উৎস তাজিকিস্তান। তার রেশ ছড়িয়েছে উত্তর ভারতে। কম্পনের কেন্দ্রস্থল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরত্বে। কম্পন অনুভূত হয়েছে হরিয়ানা, গুরুগ্রামেও। কম্পন স্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভেতরে।
উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কম্পনের পরই টুইটার, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের আপডেট দিতে থাকেন নেটিজেনরাই।
রাজধানীর সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লিতে। প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। হুড়োহুড়ি পড়ে যায় বিভিন্ন এলাকায়। একই ছবি ধরা পড়েছে পাঞ্জাবেও। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত খবর।