
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতে দৈনিক সুস্থতার থেকে বেশি হচ্ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। তার ফলে একদিকে যেমন সুস্থতার হার কমছিল অন্যদিকে তেমনই অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের স্বস্তির ছবি দেশে। ফের একবার দৈনিক আক্রান্তের থেকে বেশি হল সুস্থতা। ফলে কমল অ্যাকটিভ রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৪ ফেব্রুয়ারি, বুধবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ১৭৬ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৬৭ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৭ লাখ ২৬ হাজার ৭০২ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.২৫ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৯০৭ জন। মোট আক্রান্তের ১.৩৩ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৫৯৮ জন কোভিড ভ্যাকসিন পেয়েছেন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ২০ হাজার ৪৬ জনকে দেওয়া হয়েছে টিকা।