
বাজি নিষিদ্ধ রাজস্থানে, কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত গেহলট সরকারের
রাজস্থানের অন্যতম প্রধান উত্সব দিওয়ালি।কয়েকশ কোটি টাকার বাজি বিক্রি হয় দিওয়ালি উপলক্ষে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বিপাকে বাজি ব্যবসায়ীরাও।
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। দিওয়ালির আগে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হল মরুরাজ্যে। কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে জানিয়েছেন, বাজি পোড়ালে দূষণের মাত্রা বেড়ে যায়। যার ফলে বহু মানুষের শ্বাসকষ্ট হতে পারে। কোভিড পরিস্থিতিতে যা ভয়াবহ হতে পারে।
রাজস্থানের অন্যতম প্রধান উত্সব দিওয়ালি।কয়েকশ কোটি টাকার বাজি বিক্রি হয় দিওয়ালি উপলক্ষে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বিপাকে বাজি ব্যবসায়ীরাও।
State govt has taken the decision to ban the sale and bursting of firecrackers in order to protect health of #COVID19 infected patients & public from poisonous smoke emanating due to fireworks.
In this challenging corona pandemic time,protecting lives of ppl is paramount for govt— Ashok Gehlot (@ashokgehlot51) November 2, 2020
Instructions have been given to ban the temporary license for the sale of firecrackers and that fireworks should also be stopped during wedding & other functions.
— Ashok Gehlot (@ashokgehlot51) November 2, 2020
অশোক গেহলট সোমবার সকালে টুইট করে বলেছেন, অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষায় অনিচ্ছা সত্ত্বেও সরকারকে এই পদক্ষেপ নিতে হয়েছে।
এমনিতেই বাংলা, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যে উত্সবের মরশুমে সংক্রমণ বেড়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। অনেকের মতে, সেই ঝুঁকি রাজস্থান নিতে চইছে না।
রাজস্থানের এই সিদ্ধান্তের পর অন্যান্য রাজ্যগুলো কী সেটাই এখন দেখার।