
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই বিশাল বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্কশপে। ভয়াবহ আগুন লাগল হায়দরাবাদের একটি ওষুধ তৈরির কারখানায়। আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে বলে খবর। জখন হয়েছেন সাত থেকে আট জন।
শনিবার বেলার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হায়দরাবাদের বিন্ধ্য অর্গানিক্স প্রাইভেট লিমিটেডের ওষুধ তৈরির ওয়ার্কশপে। আগুনে পুড়ে গেছে গোটা কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের কয়েকটি ইঞ্জিন।
হায়দরাবাদের বোল্লারাম এলাকার যেখানে ওই ওষুধ তৈরির কারখানা রয়েছে, সেটি পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল হাব। আশপাশে আরও অনেক কারখানা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সূত্রের খবর, ওয়ার্কশপের ল্যাবরেটরিতে একটি রাসায়নিক তরল থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই তরল কোনও রাসায়নিক বিক্রিয়ার জন্যই রাখা হয়েছিল। কিন্তু কোনওভাবে সেটি অন্য কোনও উপাদানের সংস্পর্শে চলে আসে, আর তাতেই বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়।
পুলিশ জানিয়েছে, সাত-আট জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার ভেতরে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়ায় ভরে গেছে চারদিক। উদ্ধারকাজে দেরি হচ্ছে।
দমকলের আরও কয়েকটি ইঞ্জিন রওনা দিয়েছে ঘটনাস্থলের দিকে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয়রা।