
দ্য ওয়াল ব্যুরো: একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৬২ হাজার। গত দু’দিন ধরেই ৬০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল দেশে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। সেই সঙ্গেই মোট সংক্রামিত ২২ লাখের গণ্ডি পার হল। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।
কেন্দ্রের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার আগের থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯.২০%। অগস্টেই করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ লাখ পার হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল। কারণ দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন রেট তথা ‘আর’ নম্বর ১.১৭ পয়েন্টে থিতু হয়েছিল। এখন আর নম্বর ১.১৬। দিল্লি, চেন্নাই, মুম্বইতে এফেক্টিভ রিপ্রোডাকশন রেট একের নিচে নেমে গেছে। সেখানে সংক্রমণ ছড়ানোর হারও কম। তাই আশার আলো দেখা গেছে।
করোনায় মৃত্যুহার আরও কমেছে দেশে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। দেশে এখন সংক্রমণে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.০১ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম। জুলাই মাসের মাঝামাঝি থেকেই মৃত্যুহার কমতে শুরু করেছিল। গত সপ্তাহে কোভিড ডেথ রেট ছিল ২.৩৩%। সেখান থেকে মৃত্যুহার এক ধাক্কায় কমে দাঁড়ায় ২.১৩ শতাংশে। আজকের বুলেটিনের ইতিবাচক দিকই হল মৃত্যুহার কমে ২ শতাংশের কাছাকাছি চলে এসেছে।

মৃত্যুহার কমছে মানেই সুস্থতার হার বাড়ছে দেশে। আজকের বুলেটিনে সেটাও একটা ইতিবাচক দিক। একদিনে প্রায় ৫৪ হাজার করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। দেশে এখন করোনা জয়ীদের সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন। কেন্দ্রের হিসেবে, সুস্থতার হার ৬৮.৭৮%। স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, দেশে করোনা পরীক্ষা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কোভিড চিকিৎসায় কী কী ওষুধ ব্যবহার করা হবে, কী থেরাপির প্রয়োগ হবে সেটা জানতে ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল তৈরি হয়েছে। কোভিড চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি খেয়াল রাখার জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং ও ট্রিটমেন্ট এই তিন ‘টি’ ফর্মুলায় সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দেশজুড়েই। এখনও অবধি আড়াই কোটির কাছাকাছি কোভিড টেস্ট হয়েছে। গতকাল দেশজুড়ে করোনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ০২৩টি। আইসিএমআর জানাচ্ছে, আগে দেশে মাত্র ৫২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা শুরু হয়েছিল, এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৪০৬টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে, যার মধ্যে ৯৪১টি সরকারি ও ৪৬৫টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে।