
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহ থেকে দেশে কোভিডের ছবিতে বদল হয়েছে। মাঝে প্রায় দু’মাস লাগাতার দৈনিক আক্রান্তের থেকে বেশি হচ্ছিল দৈনিক সুস্থতা। তার ফলে কমছিল অ্যাকটিভ রোগীর সংখ্যা। কিন্তু গত এক সপ্তাহ ধরে সুস্থতার থেকে বেশি হচ্ছে দৈনিক সংক্রমণ। আর তার ফলে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা ও কমছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্ত ১৪ হাজারের বেশি। দৈনিক সুস্থতা ১০ হাজারের কম। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৯৯ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২২ ফেব্রুয়ারি, সোমবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৫ হাজার ৮৫০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৬৯৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৬ লাখ ৯৯ হাজার ৪১০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.২২ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৫ জন। মোট আক্রান্তের ১.৩৬ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
