
দেশে দৈনিক সংক্রমণ আরও বাড়ল, ২ কোটির বেশি মানুষকে দেওয়া হয়েছে কোভিড টিকা
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা আরও বেড়েছে। সেই তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই কম। আর তার ফলেই দেশে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। যদিও এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ মহারাষ্ট্র। দৈনিক আক্রান্তের ৬০ শতাংশ শুধুমাত্র মহারাষ্ট্রেই দেখা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ৭ মার্চ, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৭৫৬ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪১ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৯২ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৫২০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯৫ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৫২৩ জন। মোট আক্রান্তের ১.৬৫ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
ভারতে এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৩৪৪ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৪ লাখ ২৪ হাজার ৬৯৩ জন।