
দ্য ওয়াল ব্যুরো: পতঞ্জলি জানিয়েছে তাদের কোভিড টিকা করোনিল একদম সুরক্ষিত। করোনিল আয়ুর্বেদিক ওষুধকে প্রচার করার পিছনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনের কাছে ব্যাখ্যা চেয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। তারপরেই পতঞ্জলির তরফে জানানো হল সত্যিটা মানতে পারছে না ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাই এই কথা বলছে তারা।
পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মুখপাত্র এস কে তিজারাওয়ালা টুইট করে জানিয়েছেন, “সত্যিটা মানতে সমস্যা হচ্ছে আইএমএ-র। তার থেকে এই নিয়ে গুজব না ছড়িয়ে নিজেদের ডাক্তারির কাজেই মনোনিবেশ করা উচিত তাদের।”
এদিনই যোগগুরু রামদেব জানিয়েছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গুড ম্যানুফাকচারিং প্র্যাক্টিসেস যে প্রোটোকল জানিয়েছে সেই প্রোটোকল মেনেই তৈরি হয়েছে করোনিল। ১৫৮টি দেশ ইতিমধ্যেই তার বিক্রিতে সম্মতি জানিয়েছে। এটা ঐতিহাসিক। গবেষণা করেই এই ওষুধ তৈরি করা হয়েছে। তাই করোনিলের উপর কোনও আক্রমণ ছোট মানসিকতার পরিচয় দেয়।”
পতঞ্জলি যাই বলুক না কেন, নিজেদের অবস্থান থেকে সরে আসতে চাইছে না আইএমএ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছে তারা। আইএমএ-র প্রেসিডেন্ট ডক্টর জয়লাল চিঠিতে লিখেছেন, “দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই ধরনের মিথ্যা, অবৈজ্ঞানিক ওষুধ দেশের মানুষের সামনে আনার এবং এভাবে একটা ওষুধের বিজ্ঞাপন করার কী যৌক্তিকতা রয়েছে।”
আইএমএ আরও জানায়, “শুধুমাত্র কোনও একটি বিশেষ সংস্থাকে আর্থিক লাভ করে দেওয়ার জন্য আয়ুর্বেদকে নীচে নামানো মানবতার পক্ষে ক্ষতিকারক। এটা করবেন না।”
পতঞ্জলি এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেও অবশ্য কেন্দ্রের তরফে এই চিঠির জবাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।