
দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। এই অবস্থায় বৃহস্পতিবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহারে বলা হয়েছে এনডিএ জোট যদি ফের ক্ষমতায় আসে তাহলে বিহারের ১৯ লাখ তরুণ-তরুণীদের চাকরি দেওয়া হবে। তাছাড়া বিহারের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। নির্বাচনী প্রচারে এই প্রতিশ্রুতি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
বিহারে নির্বাচনী ইস্তেহারের প্রকাশ অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, “যেদিনই ভারতে কোভিড ১৯ ভ্যাকসিন বন্টনের জন্য তৈরি হয়ে যাবে বিহারের প্রত্যেক মানুষ বিনামূল্যে সেই ভ্যাকসিন পাবেন। এটাই আমাদের নির্বাচনী ইস্তেহারে প্রথম প্রতিশ্রুতি।”
এই মুহূর্তে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভারতও তার ব্যতিক্রম নয়। যদিও এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। তার আগেই একটা রাজ্যের নির্বাচনে করোনার ভ্যাকসিনকে হাতিয়ার করার জন্য বিজেপির সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি।
বিজেপির ঘোষণার পরেই আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন, “অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাহলে কী হবে? যাঁরা বিজেপিকে ভোট দেবেন না তাঁরা কি কোভিড ভ্যাকসিন পাবেন না?”
কংগ্রেস নেতা জয়বীর শেরগিল টুইট করে বলেন, “বিজেপিই বিশ্বের একমাত্র রাজনৈতিক দল যারা কোভিড ভ্যাকসিনকে নির্বাচনে ব্যবহার করে জিততে চাইছে। যেখানে রাজনৈতিক কারণ দেখিয়ে নয়, সমাজের স্বার্থে সবার কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া উচিত সেখানে বিজেপি এক সংকীর্ণ মানসিকতা দেখাচ্ছে।”
বিরোধিতা করেছেন কিছুদিন আগে মুক্তি পাওয়া জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তিনিও টুইট করে বলেন, “বিজেপি কি পার্টি ফান্ড থেকে এই ভ্যাকসিনের খরচ দিচ্ছে? আর যদি তা সরকারের কোষাগার থেকে আসছে তাহলে বিহারে কেন শুধুমাত্র বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে আর দেশের বাকি রাজ্যগুলিকে টাকা দিতে হবে? কোভিড আতঙ্ককে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপির আইটি সেলের তরফে অমিত মালব্য জানিয়েছেন, “বিজেপির ইস্তেহারে বলা হয়েছে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে খুবই কম মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। সেটা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে, না টাকা নেওয়া হবে, তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। স্বাস্থ্য রাজ্যের এক্তিয়ারে পড়ে। বিহার বিজেপির তরফে বলা হয়েছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এটা সহজ কথা।”
অন্যদিকে বিহারে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকেও একই প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বিশ্বজুড়ে কোভিড ভ্যাকসিন তৈরি হচ্ছে। যখন এই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে তখন তা বন্টন করার জন্য একটা বিস্তারিত পরিকল্পনা তৈরি হয়ে গেছে আমাদের। কারা অগ্রাধিকার পাবেন তাও তৈরি। প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই দাবির পরে ফের বিরোধীরা প্রশ্ন তুলেছেন, যদি সব রাজ্যকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তাহলে তাকে নির্বাচনী ইস্তেহারে কীভাবে ঢোকালো বিজেপি। এই প্রতিশ্রুতি দিয়ে তাহলে আসলে বিহারের মানুষকে প্রতারণা করছে তারা। যদিও এই বিষয়ে বিজেপি শীর্ষনেতৃত্বের তরফে কোনও জবাব দেওয়া হয়নি।