
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এ গত ১ মার্চ কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭ দিন পরে আজ বৃহস্পতিবার সকালে টিকার দ্বিতীয় ডোজ নিলেন এইমসেই। টিকা নেওয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। দেশের তৈরি টিকা তথা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরই দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী।
টিকা নিতে বেশি দেরি করবেন না, দ্বিতীয় ডোজ নেওয়ার পরে টুইটারে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “করোনার ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত হলে আর দেরি করবেন না। শিগগির টিকার ডোজ নিয়ে নিন।”দেশে করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, তাতে টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনার কথাই বারে বারে বলছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে কোভিডের বিধিনিষেধ মেনে চলার পরামর্শও দিচ্ছেন। ষাট বছরের বেশি প্রবীণ এবং ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকেই টিকা নেওয়ার বার্তা দিয়েছেন মোদী।
Got my second dose of the COVID-19 vaccine at AIIMS today.
Vaccination is among the few ways we have, to defeat the virus.
If you are eligible for the vaccine, get your shot soon. Register on https://t.co/hXdLpmaYSP. pic.twitter.com/XZzv6ULdan
— Narendra Modi (@narendramodi) April 8, 2021
দেশে দৈনির সংক্রমণ লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে দেশের যে ৮ রাজ্য চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের সেগুলি হল, মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে নতুন করে মোট আক্রান্তের ৮১.৪২ শতাংশই এই ৮ রাজ্য থেকে। তার মধ্যে শুধু মহারাষ্ট্রেই দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রেরও। দেশের কোভিড পরিস্থিতি এবং টিকাকরণের বিষয়টি পর্যালোচনা করতে সম্প্রতি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যগুলোকে ইতিমধ্যেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র। টিকাকরণে গতি আনতে এবার কর্মক্ষেত্রেও প্রতিষেধক দেওয়ার নির্দেশিকা জারি করা হচ্ছে। ইচ্ছুক সংস্থাগুলি তাদের কর্মীদের করোনার টিকা দিতে পারে, সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি হয়েছে। ৪৫ বছর বা তার বেশি বয়সী অফিস কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে অফিসগুলিকে।