দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোটিস ধরাল আদালত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাবাজ শরিফের দায়ের করা মান হানির মামলায় তেহেরিক-ই-ইনসানের চেয়ারম্যানকে এই নোটিস পাঠিয়েছে আদালত।
২০১৭ সালের ঘটনা। ইমরান বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নওয়াজ ভাইয়ের বিরুদ্ধে। ইমরান সেই সময়ে বলেছিলেন, পানামা পেপার্স দুর্নীতি নিয়ে তিনি নাওয়াজের বিরুদ্ধে যে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে তা প্রত্যাহার করে নেওয়ার জন্য একজন বন্ধুর মারফত তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ইমরানের বক্তব্য ছিল, তাঁকে ৬১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নাওয়াজের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।
সেই সময়েই এই মান হানির মামলা রুজু করেছিলেন শাবাজ। তাঁর অভিযোগ, ইমরান কিছুতেই আদালতকে জানাচ্ছেন না কার মারফত এই প্রস্তাব দেওয়া হয়েছিল।
চিকিৎসার জন্য আপাতত লন্ডনে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নাওযাজের প্রধান নওয়াজ শরিফ। দুর্নীতি মামলায় তাঁকে ২০১৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করেছিল সে দেশের সুপ্রিম কোর্ট। শরিফ পরিবারের সম্পত্তি, আল আজিজিয়া স্টিল মিলে বিনিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে শরিফের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পাকিস্তানের দুর্নীতি দমন শাখা।
লাহোরের অ্যাডিশনাল জেলা আদালতের তরফে বলা হয়েছে, গোটা ১০ জুন মানহানির মামলার শুনানি রয়েছে। তার আগে ইমরানকে লিখিত ভাবে তাঁর জবাব দিতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, তিন বছরের ৬০টি শুনানি হয়েছে। তার মধ্যে ৩৩টিতে উপস্থিত ছিলেন ইমরানের আইনজীবী।
সাংবাদিক বৈঠক করে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের মারিয়াম ঔরঙ্গজেব বলেন, ১০ জুনের মধ্যেই যদি ইমরান লিখিত জবাব আদালতকে না দেন, তাহলে আদালত ওঁর গায়ে মিথ্যাবাদী সিলমোহর লাগাবে। ইমরানের বিরুদ্ধে আক্রমণের সুর আরও বাড়িয়ে নওয়াজের দলের মুখপাত্র বলেন, একজন মিথ্যাবাদীঅশিক্ষিত লোক পাকিস্তানের মাথায় বসে রয়েছেন।