
দ্য ওয়াল ব্যুরো: সেই ১৭ নভেম্বরে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল। সেটাই ছিল রেকর্ড। ৯০ হাজারের কোঠা থেকে একেবারে ৩০ হাজারের নিচে নেমে যাওয়ায় আশায় বুক বেঁধেছিল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তা বেশিদিন টেকেনি। ফের করোনা কার্ভ বেড়ে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাপিয়ে গিয়েছিল। দিল্লিতে মারাত্মক সংক্রমণের রেশ পড়েছিল জাতীয় গড়েও। গত এক সপ্তাহের বেশি নতুন সংক্রমণ ছিল ৪০-৫০ হাজারের মধ্যে। আজ এতদিন পরে ৪০ হাজারের নিচে নেমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৩৮ হাজার ৭৭২ জন। একদিনে মৃত্যুও কম। পাঁচশোর নিচে। দেশে মোট সংক্রমণ ৯৪ লাখ ছাড়িয়ে গিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকেও ছাপিয়ে গেছে ভারত।
করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যায় খুব একটা হেরফের হয়নি। অ্যাকটিভ কেস পাঁচ শতাংশের নিচেই আছে। ভাইরাস সক্রিয় রোগী ৪ লাখ ৪৬ হাজার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা স্থিতিশীল পর্যায়ে চলে এলে সংক্রমণ ছড়ানোর হারও কমবে। কোভিড ট্রান্সমিশন রেট কমে যাবে দেশে।
দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার কিছুটা কমেছে। কোভিড পজিটিভিটি রেট বের করা হয় যতজন রোগীর করোনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে যতজনের সংক্রমণ ধরা পড়েছে তার শতাংশের হিসেব। এই পজিটিভিটি রেট থেকেই বোঝা যায়, সংক্রমণ ঠিক কতজনের মধ্যে ছড়িয়েছে এবং কী হারে ছড়িয়েছে। রাজধানীতে অক্টোবরের শেষে কোভিড পজিটিভিটি রেট ছিল ৬.৯৮ শতাংশ। এর পরে ধীরে ধীরে পজিটিভিটি রেট ৮ শতাংশ ছাড়িয়ে যায়। জাতীয় গড়ের থেকেও বেশি। তবে সম্প্রতি দিল্লিতে পজিটিভিটি রেট কমেছে বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। গতকালের হিসেবে ৭.২৪ শতাংশ।
COVID-19 Testing Update. For more details visit: https://t.co/dI1pqvXAsZ @MoHFW_INDIA @DeptHealthRes #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 #Unite2FightCorona pic.twitter.com/Msxvz13qsb
— ICMR (@ICMRDELHI) November 30, 2020
কেন্দ্রের পরিসংখ্যাণ বলছে, ভাইরাসের সংক্রমণে মৃত্যু বেশি দেশের আট রাজ্যে–দিল্লি, মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও ছত্তীসগড়।। একদিনে ৭১ শতাংশ মৃত্যুর খবর এসেছে এই রাজ্যগুলি থেকেই। গত ৩৭ দিনে মহারাষ্ট্রে ফের দৈনিক সংক্রমণ লাগামছাড়া। বৃহস্পতিবারই ১৮ লাখ ছাড়িয়ে গিয়েছিল সংক্রমণ। নতুন আক্রান্ত ৬ হাজারের বেশি। মুম্বইতে দৈনিক সংক্রমণ ফের হাজার ছাড়িয়েছে। দিল্লিতে রিয়েল টাইম-আরটি পিসিআর টেস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাতে নতুন সংক্রমণ ধরা পড়েছে সাড়ে ছ’হাজারের বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, সুস্থতার হার ধীরে ধীরে বাড়ছে। ৮৮ লাখ করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে কোভিড রিকভারি রেট সামান্য বেড়ে ৯৩.৮১ শতাংশে পৌঁছেছে। ১৪ কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে দেশে। গতকালই প্রায় ৯ লাখের কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে।