
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলকে ছাপিয়ে এখন বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২,০২,৫২৬। আর ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪১,৩৭,৬০৬ জন।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪,৬০,২৫০ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৯৩,২৫০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৭,২৫,৯৭০ জন। আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২,০২,৫২৬। মৃত্যু হয়েছে ৭১,৬৮৭ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩২,৪৭,২৯৭ জন। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪১,৩৭,৬০৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,২৬,৬৮৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩,১৭,২২৭ জন।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২,৭২,৮৯,৭২৫ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮,৮৭,৫৫০ জনের। আর সুস্থ হয়েছেন ১,৯৩,৭৩,৭১৪ জন।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মোট ৪১,১৩,৮১১। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছিল ৭০,৬২৬ জনের। করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন ৩১,৮০,৮৬৫ জন। ভারতে ওই সময় পর্যন্ত অ্যাকটিভ কেস ছিল ৮,৬২,৩২০।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯০,৬৩২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছিল ১০৬৫ জনের। আর সুস্থ হয়েছিলেন ৭৩,৬৪২ জন। দেশে তখন সুস্থতার হার ছিল ৭৭.৩২ শতাংশ। আর মৃত্যুহার ছিল ১.৭২ শতাংশ।