
দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি অনুমতি দেওয়ায় দেশে ফিরতে পারলেন ভারতে আটকে পড়া ৩৮৮ জন রুশ নাগরিক। করোনাভাইরাসের সংক্রমণ রোধে একুশ দিন লকডাউনের মধ্যে ভারতে সমস্ত বিদেশি উড়ান ওঠানামার অনুমতি বন্ধ রাখা হয়েছে। এই অবস্থাতেও রাশিয়ার সরকারি বিমান এরোফ্লোতের একটি উড়ানকে এদেশে নামার ও দেশ ছাড়ার অনুমতি দেয় ভারত।
এরোফ্লোতের এসইউ৫৭১ নামে বিশেষ বিমানে আজ বুধবার সকালে ৩৮৮ জন রুশ নাগরিক নয়াদিল্লি থেকে মস্কোর উদ্দেশে রওনা হয়ে যান।
Amid Nationwide #21daylockdown and closure of International Flights, #India allowed @mfa_russia to carry out the evacuation of Russians nationals stranded in the country.
An @aeroflot flight SU571 ferried 388 Russians from Delhi -Moscow this morning.@RusEmbIndia @IndEmbMoscow pic.twitter.com/FkVOgoemIo— Pranay Upadhyaya (@JournoPranay) March 25, 2020
রুশ দূতাবাসের মুখপাত্র এভজেনি বেরেকা বলেন, “লকডাউনের ফলে ভারতে আটকে পড়া ৩৮৮ জন রুশ নাগরিককে এরোফ্লোতের বিশেষ বিমানে দেশে পাঠাতে পেরেছে রুশ দূতাবাস।” ভারতও ইতিমধ্যেই এয়ারইন্ডিয়ার বিশেষ বিমানে চিন, ইতালি, ইরান প্রভৃতি দেশ থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে যেখানে রয়েছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তাঁদের সেখানেই থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস সংক্রমণ ইউরোপে মহামারীর আকার ধারণ করায় রাশিয়াও এরোফ্লোতের বহু আন্তর্জাতিক উড়ান বাতিল করতে শুরু করেছে। ইতিমধ্যে তারা ইউরোপের বিভিন্ন শহরে রুশ বিমানের সংখ্যা তারা কমিয়ে দিয়েছে। গত এক সপ্তাহে আমস্টারডম, আথেন্স, বার্লিন, বুদাপেস্ট, ব্রাসেলস, বুখারেস্ট, ডাবলিন, জেনিভা, হেলসিঙ্কি, লিসবন, লন্ডন, মাদ্রিদ, প্যারিস, সোফিয়া, রোম, স্টকহোম ও জাগ্রিবের সঙ্গে বিমান যোগাযোগ কমিয়ে দিয়েছে মস্কো। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন শহরে হাতেগোনা বিমান চালাচ্ছে এরোফ্লোত।