
দ্য ওয়াল ব্যুরো: এবার দেশদ্রোহর মামলায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে সমন পাঠাল মুম্বই পুলিশ। ২৬ অক্টোবর দশমীতে হাজিরা দিতে বলা হয়েছে কঙ্গনাকে। রঙ্গোলিকে ডাকা হয়েছে ২৭ তারিখ, একাদশীর দিন।
কী অভিযোগ কঙ্গনাদের দুই বোনের বিরুদ্ধে?
কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তাতে মূল অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলিউডের মানহানি ও সাম্প্রদায়িক উস্কানি। মুম্বই পুলিশের তরিফে বলা হয়েছে, সেই এফআইআর খতিয়ে দেখেই কঙ্গনাদের সমন পাঠানো হয়েছে। বুধবার রাতে এই খবর জানা যায়। যদিও গভীর রাত পর্যন্ত এ নিয়ে কঙ্গনা বা তাঁর বোন কোনও প্রতিক্রিয়া দেননি।
বস্তুত, কঙ্গনার সঙ্গে মুম্বই পুলিশের সংঘাত চলছে সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর থেকে। মুম্বই পুলিশের বিরুদ্ধে তোপ দেগে কঙ্গনা বলেছিলেন, সুশান্তকে মরতে হয়েছে মুম্বই পুলিশের আইনের শাসন না থাকার জন্যই। এরপর ধারাবাহিক ভাবে টুইটারে মুম্বই পুলিশ ও শিবসেনার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাল্টা দৌত্য শুরু করে বাণিজ্যনগরীর পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগ আনা হয় কঙ্গনার প্রোডাকশন হাউস মণিকর্ণিকা ফিল্মসের বিরুদ্ধে। প্রথমে নোটিস সাঁটিয়ে দেওয়ার পর, পরের দিন বুল ডোজার এনে ‘বেআইনি অংশ’ গুঁড়িয়ে দেয় বৃহন্মুম্বাই কর্পোরেশন। টুইটে কঙ্গনা বলেন, “দেখুন দেখুন, সবাই দেখুন, বাবর বাহিনী রামমন্দির ভাঙতে এসেছে।”
ওই বিল্ডিং ভাঙা নিয়ে কঙ্গনা মুম্বই পুলিশের বিরুদ্ধে মামলাও করেছেন। তিনি দাবি করেছেন, তাঁকে দুকোটি টাকা দিতে হবে। ক্রমেই কঙ্গনার সঙ্গে মুম্বই পুলিশের সংঘাত এমন জায়গায় যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিনেত্রীর জন্য অ্যাই প্লাস ক্যাটেগরির নিরাপত্তাবলয়ের বন্দোবস্ত করে।
সেই চলমান সংঘাতেই নতুন সংযোজন, দেশদ্রোহের মামলায় কঙ্গনাদের দুই বোনকে মুম্বই পুলিশের সমন।