
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল জিতেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়া রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। যাঁরা দলে সুযোগ পাননি, ফিরে এসেছেন দেশে। তার মধ্যেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর অবদানও কম নয়। কিন্তু দেশে ফেরাটা শুভ হল না তাঁর। মুম্বই বিমানবন্দরে হিসেব বহির্ভূত সোনা রাখার অভিযোগে আটক করা হয়েছে তাঁকে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার আমিরশাহী থেকে মুম্বইয়ে ফিরে আসেন ক্রুণাল। তারপরেই মুম্বই বিমানবন্দরে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স দফতরের আধিকারিকরা তাঁকে আটকান। সূত্রের খবর, ক্রুণালের কাছে হিসেব বহির্ভূত সোনা ও অন্যান্য সম্পত্তি ছিল বলে খবর। সেই সম্পত্তির হিসেবের জন্যই আটকান আধিকারিকরা। যদিও তার পরে সেই সম্পত্তির হিসেব নিয়ে কী হয়েছে, সেই বিষয়ে কিছু জানাননি আধিকারিকরা।
আইপিএলে যেসব ক্রিকেটাররা খেলেন তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা গয়না নিয়ে শৌখিন। জোফ্রা আর্চারের মতো ক্রিকেটারদের দেখা গিয়েছে গলায় সোনার চেন পরে খেলতে। সেই দলেই পড়েন পান্ডিয়া ভাইরাও। তাঁদেরও দেখা গিয়েছে গলায় সোনার চেন পরে খেলতে। যদিও ঠিক কত পরিমাণ সোনা ও অন্যান্য সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স দফতরের আধিকারিকরা সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
এবারের আইপিএলে পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পান্ডিয়া ভাইরা। মুম্বইয়ের লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার দায়িত্ব ছিল তাঁদের উপর। হার্দিক পিঠের চোটের কারণে বল করতে না পারলেও ক্রুণালকে প্রতি ম্যাচেই বল হাতে দেখা গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন তিনি। সেইসঙ্গে ফিল্ডার হিসেবেও চোখ কেড়েছেন তিনি। যদিও দেশে ফেরার পরেই সমস্যায় পড়তে হল তাঁকে।
