
দ্য ওয়াল ব্যুরো: ছ’বছর আগে দেড় বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী প্রমাণিত হয়েছিল এক যুবক। তাকে ফাঁসির সাজা শোনাল উত্তরপ্রদেশের এক আদালত। সেইসঙ্গে করা হয়েছে আর্থিক জরিমানাও।
উত্তরপ্রদেশের সালোনের এক আদালত এই ফাঁসির সাজা শুনিয়েছেন ওই যুবককে। সরকারি কৌঁসুলি বেদপাল সিং ওই ফাঁসির সাজা শুনিয়েছেন জীতেন্দ্র সিং নামের এক যুবককে। পকসো আইনে এই ফাঁসির সাজা শোনানো হয়েছে।
সূত্রের খবর, ২০১৪ সালে দেড় বছরের এক মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল জীতেন্দ্রর বিরুদ্ধে। ২০১৪ সালের ৩ মে সালোন পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন শিশুটির বাবা। তাঁর অভিযোগ ছিল তাঁদের এক আত্মীয় এই কাণ্ড ঘটিয়েছে। তারপরেই গ্রেফতার করা হয় জীতেন্দ্রকে।
তারপরেই শুরু হয় মামলা। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে জীতেন্দ্র। সে জানায় ধর্ষণ ও খুনের পরে প্রমাণ লোপাট করার জন্য গ্রামের বাইরে একটি টিউবওয়েলের মধ্যে দেহ ফেলে দিয়েছিল সে। কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি।
সরকারি কৌঁসুলি বেদপাল সিং জানিয়েছেন, এত বড় একটা অপরাধের পরেও কোনও অনুশোচনা ছিল না জীতেন্দ্রর। এমনকি মুহূর্তের বশে এই ঘটনা সে ঘটায়নি। রীতিমতো পরিকল্পনা করে সব কাজ করেছে সে। এইরকম মানসিকতার এক জনের বেঁচে থাকার কোনও অধিকার নেই। তার দৃষ্টান্তমূলক সাজার প্রয়োজন।
শুধু তাই নয়, শিশুটির বাবাকে ২ লাখ ২০ হাজার টাকার জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক বেদপাল সিং।