
সংক্রমণের হার ফের বাড়ল দেশে, প্রায় ৮৪ হাজার আক্রান্ত একদিনে, করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখের বেশি
বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বুলেটিনে দেখা গেছে, দেশে এখন মোট কোভিড রোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। আজকের হিসেবে ৮ লাখের বেশি। ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে হাজারের বেশি।
দ্য ওয়াল ব্যুরো: আবারও রেকর্ড ভাঙল দেশে। চড় চড় করে বাড়ল দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে একদিনে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৮৩ হাজার ৮৮৩। সেই সঙ্গে দেশের মোট আক্রান্তের সংখ্যা এক লাফে ৩৮ লাখের গণ্ডি পেরিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বুলেটিনে দেখা গেছে, দেশে এখন মোট কোভিড রোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। আজকের হিসেবে ৮ লাখের বেশি। ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে হাজারের বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের সমীক্ষা বলছে, দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা ‘আর নম্বর’ ফের বেড়েছে। গত সোমবার আর নম্বর ছিল ১.০৬ পয়েন্টে। বুধবারের পর থেকে বেড়ে হয়েছে ১.০৮। আর নম্বর বাড়লে সংক্রমণ ছড়িয়ে পড়ার হারও বাড়বে। আবার এই নম্বর একের নিচে নেমে গেলে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও কমে যাবে। পাশাপাশি, একজন আক্রান্তের থেকে বেশিজনের মধ্যে সংক্রমণ ছড়ানোর হার কমবে। তবে দেশের কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আর নম্বর একের নিচে নেমে গেছে, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, সিকিম, মেঘালয়, দাদরা ও নগর হাভেলি, বিহার ও কেরলে আর নম্বর একের কম।
COVID-19 Testing Update . For more details visit: https://t.co/dI1pqvXAsZ @MoHFW_INDIA @DeptHealthRes #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 pic.twitter.com/2zdFP4nrug
— ICMR (@ICMRDELHI) September 3, 2020

কোভিড পজিটিভিটি রেটও বেড়েছে দেশে। সোমবার ছিল ৮.০২ শতাংশ, বুধবারের পর থেকে ফের বেড়ে হয়েছে ৮.০৪ শতাংশ। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এটাও একটা কারণ বলে মনে করা হচ্ছে। প্রতিদিন যত জন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে প্রতি ১০০ জনে যতজন রোগীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলে কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। কোভিড পজিটিভিটি রেট থেকেই বোঝা যায় সংক্রমণ কী পরিমাণে ছড়াচ্ছে এবং কতজনের মধ্যে ছড়াচ্ছে। অন্ধ্রপ্রদেশে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার রেকর্ড করেছে, আজকের হিসেবে ১৭.২৬%।
সংক্রমণের হার বাড়লেও মৃত্যুহার কমেছে দেশে। কেন্দ্রের হিসেবে দেশের কোভিড ডেথ রেট ১.৭৫%। অন্যদিকে সুস্থতার হারও বেশি প্রায় ৭৭.০৯%। দেশে এখন করোনা জয়ীদের সংখ্যা ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন।
কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। আইসিএমআরের হিসেবে এখনও অবধি সাড়ে চার কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪ কোটি ৫৫ লক্ষ ০৯ হাজার ৩৮০টি। প্রতিদিন প্রায় দশ লাখের কাছাকাছি কোভিড টেস্ট হচ্ছে। গতকালই দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখের বেশি। আইসিএমআরের হিসেবে, ১১ লাখ ৭২ হাজার ১৭৯, যা এখনও অবধি সর্বাধিক। দেশের মোট ১৬২৩টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি রয়েছে ১০২২টি এবং বেসরকারি ল্যাব ৬০১টি। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট হচ্ছে ৮২৩টি ল্যাবে, ট্রু্ন্যাট টেস্ট করা হচ্ছে ৬৭৮টি ল্যাবরেটরিতে।