
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ভোপালের ব্যস্ত রাস্তা। আর সেই রাস্তাতেই আটকে পড়েছে একটি পেল্লাই ট্রাক। কেন? জ্যাম নাকি? নাহ! স্থানীয় জনতা অবরোধ করে রেখেছে ট্রাকটিকে। ফলে যা হওয়ার তাই হয়েছে। ভর সন্ধেবেলা ব্যস্ত রাস্তায় ট্রাক আটকে যাওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে পিছনে গাড়ির লাইন লেগে যায়। আর ট্রাক আটকে থাকা জনতার দাবি একটাই, ‘অউর একবার।’ তাহলেই তাঁরা পথ পরিষ্কার করে দেবেন।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে ভোপালের রাস্তায় ট্রাক আটকে রেখেছে একদল লোক। ছোট্ট ভিডিওতে তারপরই শোনা যাচ্ছে চমক। দুম করে রাস্তায় নেমে আসছেন প্রতিজ্ঞা ছবির ধর্মেন্দ্র আর হেমামালিনী।
কিন্তু কী আরও একবার?
ওই ভিডিওতে শোনা যাচ্ছে, ট্রাকের হর্নে মহম্মদ রাফির গান বাজাচ্ছেন চালক। জনতার অনুরোধে বেজে উঠছে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা।’
crazy people stopped this truck just to listen the horn pic.twitter.com/syF8fLKT07
— Godman Chikna (@Madan_Chikna) February 25, 2020
‘৭৫- এ মুক্তি পাওয়া সেই ছবির দৃশ্যে দেখা গিয়েছিল একটি জিপের উপরে উঠে গানটা গাইছেন ধর্মেন্দ্র। আর হেমা জানলা দিয়ে উঁকি মারছেন। কিন্তু এখানে হল উল্টো। চালকের আসনে বসে হর্নে উঠল মূর্ছনা। আর রাস্তায় উচ্ছ্বসিত হল জনতা।
এমনিতে কত কারণেই তো কত ট্রাককে অবরোধের মুখে পড়তে হয়। বাংলাতেও সেই ছবি প্রায়ই দেখা যায়। কোথাও ধর্মীয় উৎসবের চাঁদা নিতে তো কোথাও রাজনৈতিক দলের মাতব্বরদের টাকা না দিলে চাকা গড়ানো যায় না। কিন্তু এমন ছবি বোধহয় বিরল।
জানা গিয়েছে, ওই ট্রাক চালকের স্টাইলই এটা। বিভিন্ন পিচের হর্ন রয়েছে তাঁর গাড়িতে। আর সেটাই তিনি বাজান সুরে সুরে। ভোপালের মানুষ যদি এই জেদ না ধরতেন তাহলে এমন সুরও হয়তো শোনা যেত না।