
দ্য ওয়াল ব্যুরো: টিকা তৈরির কাজ শেষের দিকেই। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে চার কোটি টিকার ডোজ তৈরি হয়ে গেছে। টিকার সম্ভাব্য দাম কতটা হতে পারে তাও জানিয়েছে সেরাম। টিকার প্রস্তুতি কতদূর এগোল তা নিজের চোখে খতিয়ে দেখতে আগামী শনিবার ২৮ তারিখ সেরামে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুণের ডিভিশনাল কমিশনার সৌরভ রাও বলেছেন, শনিবার প্রধানমন্ত্রী নিজে আসবেন প্রস্তুতি দেখতে। তবে তাঁর সারাদিনের কর্মসূচী সম্পর্কে সবিস্তার তথ্য এখনও পাওয়া যায়নি।
অক্সফোর্ড টিকা নিয়ে আশায় বুক বাঁধছে বিশ্ব। ভারতে অক্সফোর্ড টিকার ফর্মুলায় কোভিশিল্ড বানিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ড্রাগ কন্ট্রোলের অনুমোদনে টিকার তৃতীয় পর্বের ট্রায়াল করছে সেরাম। সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল চলছে দেশের ১৫টি জায়গায়। টিকার ক্লিনিকাল ট্রায়ালের ফল এখনও অবধি বেশ ভাল। কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসেনি। তাই টিকা কার্যকরী হবে বলেই বিশ্বাস। আদরের কথায়, ব্রিটেন টিকায় ছাড়পত্র দিলেই সেফটি ট্রায়ালের রিপোর্ট দেশের ড্রাগ কন্ট্রোলের কাছে জমা করে দেওয়া হবে। অনুমতি পেলেই টিকার ডোজ চলে আসবে বাজারে। এখনই ৪ কোটি টিকার ডোজ তৈরি করে রাখা হয়েছে।
সেরাম কর্তা আরও বলেন, টিকার দামও রাখা হবে সাধ্যের মধ্যেই। এই ভ্যাকসিনের দাম ভারতে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে হবে। অর্থাৎ দুটো ডোজ মোটামুটি হাজার টাকা দাম পড়বে। তিনি জানিয়েছেন, এই ভ্যাকসিন সস্তা দামেই দেওয়া হবে ভারত সরকারকে, ভারতই তাঁদের অগ্রাধিকার। পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনটি ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যেতে পারে।
টিকার সুরক্ষা প্রসঙ্গে পুনাওয়ালা বলেছেন, অক্সফোর্ডের টিকা ৯০শতাংশ কার্যকরি হয়েছে বলে রিপোর্ট সামনে এসেছে। কমবয়সীদের পাশাপাশি বয়স্কদের শরীরেও টিকার ডোজের প্রভাব ভাল। তাঁর কথায়, “এই ভ্যাকসিনের টি-সেল রেসপন্স ভাল, যা দেখে মনে হচ্ছে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শরীরে। তবে এখুনি নিশ্চিত করে এটা বলা যাবে না, যে কতদিন বজায় থাকবে এর কার্যকারিতা। আমাদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।”