
জেলের বাইরে বেরলেন ভারভারা রাও, ভীমা কোরেগাঁও মামলায় জামিন পেয়েছেন তেলুগু কবি
দ্য ওয়াল ব্যুরো: ভীমা কোরেগাঁও মামলায় দু’বছরের বেশি জেলবন্দি থাকার পরে অবশেষে গত মাসে জামিন পেয়েছিলেন তেলুগু কবি ও সমাজকর্মী ভারবারা রাও। এবার জেলের বাইরে বেরলেন তিনি। ৮১ বছরের এই বৃদ্ধ শনিবার রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পান। শারীরিক কারণে তাঁকে ৬ মাসের জন্য জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট।
ভারভারা রাওয়ের বেরিয়ে আসার খবর টুইট করে জানান তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিং। শারীরিক অসুস্থতার কারণে নানবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জামিন পেলেও তাঁকে মুম্বইয়ের বাইরে বের হতে নিষেধ করেছে আদালত। তদন্তের স্বার্থে তাঁকে দরকার পড়লে সহযোগিতা করতে হবে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র কাছে তাঁর পাসপোর্ট জমা রাখতে হয়েছে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন পেয়েছেন কবি ভারভারা রাও।
Free at last ! Varavara Rao out of Nanavati hospital 11.45 pm, 6th March 2021 pic.twitter.com/e3s0jZNqeM
— Indira Jaising (@IJaising) March 6, 2021
২০১৮ সালে মাওবাদী ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কবি ও মানবাধিকার কর্মী ভারাভারা রাওকে ২০১৮-এর ১৮ অগস্ট গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে কঠোরতম সন্ত্রাস-দমন আইন প্রয়োগ করে এনআইএ।
গত বছরের শেষে জেলে থাকার সময়ে কবি ভারাভারা রাওয়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময়েই শারীরিক অবনতির বিষয়টি কারণ হিসেবে দেখিয়ে তাঁর জামিনের আবেদন করতে শুরু করেন আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
তেলুগু কবির জামিনের আবেদনের শেষ শুনানি হয়েছিল গত ১ ফেব্রুয়ারি। তারপরে গত ২২ ফেব্রুয়ারি বিচারপতি এসএস শিন্ডে এবং বিচারপতি মনীশ পিটালে ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করার সময়ে বলেন, “বিচারাধীন ব্যক্তির যা শারীরিক, অবস্থা তাতে আমাদের মনে হয়েছে তাঁকে আর জেলে রাখার অর্থ হয় না। তাই সংশ্লিষ্ট ব্যক্তির জামিন মঞ্জুর করা হল।” এই নির্দেশের পরেই এবার জেলের বাইরে বেরলেন তিনি।