
দ্য ওয়াল ব্যুরো: ভেজা শরীরে সেঁটে রয়েছে নীল টি-শার্ট। পেটের কাছের পেশি যেন খাঁজে খাঁজে সিক্স প্যাক। নির্মেদ চেহারায় ঠিকরে বেরোচ্ছে টি-শার্ট ফুঁড়ে। না, কোনও বলি অভিনেতা বা অ্যাথলিটের চেহারা নয়, এমন সিক্স প্যাক ফুটে উঠতে দেখা গেছে কংগ্রেস নেতার রাহুল গাঁধীর।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। রাহুলের সিক্স প্যাক নিয়েই এখন ইন্টারনেট সরগরম। গোটা লকডাউনটা সোশ্যাল মিডিয়া আর ডালগোনা কফিতে বুঁদ হয়েই কাটিয়েছে জেন-এক্স, জেন-ওয়াই। রাহুল নিশ্চয়ই তখন জিমে অপটিমাম এক্সারসাইজ করে পেশিতে ঢেউ খেলিয়েছেন, না হলে সিক্স প্যাক তো আর এমনি এমনি হয় না, এমনটাই বলাবলি করছেন সকলে। ইন্টারনেটে তো আবার রাহুলের থেকে ফিটনেস টিপসও চেয়েছেন কমবয়সীরা।
‘এক্কেবারে পেশাদার বক্সারের অ্যাবস’, স্বীকার করেছেন ভারতের নামজাদা বক্সার বিজেন্দ্র সিংও। অলিম্পিক আর কমনওয়েলথের ব্রোঞ্জ-রূপো জয়ী বক্সার টুইট করে বলেছেন, “এমন ফিট দলনেতাই তো দরকার।”
Abs of a boxer 👊🏽
Most daring young fit & people’s leader Way to go @RahulGandhi ji pic.twitter.com/E5QVSpTnBZ— Vijender Singh (@boxervijender) February 26, 2021
Requesting Shri @RahulGandhi to share some tips with everyone on getting those abs. #FitnessGoals #Fitness pic.twitter.com/U3BILlewiR
— Gaurav Pandhi (@GauravPandhi) February 26, 2021
যাই হোক, বিজেন্দ্র একা নন, কুলদীপ যাদব, রাজেশ শুক্লরা বলছেন, দেশের নেতামন্ত্রীদের মধ্যে এমন ফিট, তরতাজা চেহারা খুব একটা দেখা যায় না।
@RahulGandhi has got abs also? Watch this photo closely. This is after he was swimming in sea pic.twitter.com/hlnXu7xMVV
— Rajeev Shukla (@ShuklaRajiv) February 26, 2021
রাহুল অবশ্য বরাবরই ফিটনেস ফ্রিক। আগেও বলেছিলেন, তিনি নিয়ম মেনে শরীরচর্চা করতেন। তবে কাজের চাপে ইদানীং আর হয়ে ওঠে না। লকডাউনের সময়টা তিনি আবার পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিলেন এমনটা মনে করছেন অনেকেই। কারণ সিক্স প্যাক তো আর হুট বলতেই হয় না। রেজিস্ট্যান্স ট্রেনিং দরকার, ‘পুশ আপ’, ‘চিন আপ’, ‘ডন-বৈঠক’ তো আছেই। নিয়ম মেনে কার্ডিও করতে হয়, সঙ্গে যোগব্যায়াম মাস্ট। রাহুল এত কিছু করেছেন কিনা অবশ্য জানা যায়নি।
ভোটমুখী কেরলে আজ মৎস্যজীবীদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন রাহুল গান্ধী। রাজ্যের থাঙ্গাসারি জেলায় জেলেদের সঙ্গে সমুদ্রে মাছ ধরেছেন, জাল টেনেছেন আবার মাঝ সমুদ্রে ডুবও দিয়েছেন। মৎস্যজীবীদের সুখ দুঃখের কথা শুনেছেন। সমুদ্রে ডুব দিয়ে ওঠার পরেই রাহুলের যে ছবি উঠেছে তাতেই সিক্স প্যাক ফুটে উঠতে দেখা গিয়েছে। সে ছবিই এখন রমরম করে চলছে নেট দুনিয়ায়।