
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কোভিড ছবিটা গত প্রায় দু’মাস ধরে একই রকম। লাগাতার বেড়েছে সুস্থতার সংখ্যা, কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দৈনিক সংক্রমণ কমতে কমতে ১৫ হাজারের নীচে পৌঁছেছে। দু’একদিন তো সেটা ১০ হাজারেও নেমেছে। তবে সব রাজ্যের ছবিটা এক নয়। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা সবথেকে বেশি কেরলে। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৩ জানুয়ারি, শনিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬৮৪ জন।
বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ১৮৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ১৩০ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৩ লাখ ৮৩৮ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৮২ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬৬২ জন। মোট আক্রান্তের ১.৭৪ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতের মাত্র দুটি রাজ্যে বেড়েছে অ্যাকটিভ রোগী। তারা হল কেরল (৬২৬ জন) ও লক্ষদ্বীপ (২ জন)। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগী সবথেকে বেশি রয়েছে কেরলে। সেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭০ হাজার ৬২৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে অ্যাকটিভ রোগী ৪৬ হাজার ১৪৬ জন। এছাড়া উত্তরপ্রদেশে ৭৫২৮ জন, কর্নাটকে ৭০০৪ জন ও পশ্চিমবঙ্গে ৬৪৭০ জন অ্যাকটিভ রোগীর রয়েছেন এই মুহূর্তে।