
দ্য ওয়াল ব্যুরো: ফের চাপে রিপাবলিক টিভি। চিফ এডিটর অর্ণব গোস্বামীর পরে এবার গ্রেফতার করা হল চ্যানেলের ডিস্ট্রিবিউশন হেড ঘনশ্যাম সিংকে। রেটিং মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মুম্বই পুলিশের তরফে রিপাবলিক টিভির বিরুদ্ধে রেটিংয়ে কারচুপির অভিযোগ করা হয়েছিল।
ইতিমধ্যেই এই রেটিং মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ঘনশ্যাম সিংকে নিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা ১২ হল। রিপাবলিক টিভির ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সব বিষয়ের দায়িত্ব থাকে ঘনশ্যামের উপর। তাই এই ঘটনায় তাঁর প্রত্যক্ষ যোগ রয়েছে বলেই মনে করছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আদালতে তোলা হবে ঘনশ্যামকে। রিপাবলিক টিভির ওই আধিকারিককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
বেশ কয়েক দিন আগে মুম্বই পুলিশের তরফে জানানো হয়, কিছু দর্শক জানিয়েছেন, তাঁদের রিপাবলিক টিভি দেখার জন্য টাকা দেওয়া হত। এভাবেই রেটিং বাড়ানোর চেষ্টা করত এই সংবাদ চ্যানেল। তারপরেই রিপাবলিক টিভির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শুধু তাই নয়, ফক্ত মারাঠি ও বক্স সিনেমা নামের আরও দুটি মারাঠি চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সেই সংক্রান্ত খবর সম্প্রসারণ ঘিরে অভিযোগ ওঠে রিপাবলিক টিভির বিরুদ্ধে। মুম্বই পুলিশের তরফে অভিযোগ করা হয়, ভুল খবর পরিবেশন করছে ওই সংবাদ চ্যানেল। জনসাধারণের সামনে ভুল খবর দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে রিপাবলিক টিভির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়। তারা বলে, মুম্বই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলার ফলেই পুলিশের তরফে এই অভিযোগ করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ, এমনটাই অভিযোগ তোলে তারা।
এর বিরুদ্ধে মুম্বই পুলিশের তরফে জানানো হয়, অক্টোবরের শুরুতে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের তরফে নিয়োগ করা একটি কোম্পানি হংস রিসার্চ এই অভিযোগ মুম্বই পুলিশের কাছে করে। তারা জানায়, বেশ কিছু বাড়িতে রেটিং সংক্রান্ত পদ্ধতিতে হস্তক্ষেপ করা হচ্ছে। বেআইনিভাবে রেটিং বাড়ানো হচ্ছে। তারপরেই তারা পদক্ষেপ করেছে বলে জানায় মুম্বই পুলিশ।
অন্যদিকে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এক আর্কিটেক্ট ও তাঁর মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও নিজের উপর ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব। এখনও সেই মামলায় জামিন পাননি তিনি। এবার রিপাবলিক টিভির আরও এক আধিকারিক গ্রেফতার হলেন।