
দ্য ওয়াল ব্যুরো: বিদেশ যাওয়ায় রবার্ট বঢড়াকে অনুমতি দিল দিল্লির বিশেষ আদালত। ২১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত স্পেন যেতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার স্বামী। এ দিনের শুনানি শেষে আদালত তাঁকে অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, অর্থপাচার মামলায় আদালত রবার্টকে জামিন দিয়েছিল এই শর্তেই যে, তিনি কোনও ভাবেই দেশ ছাড়তে পারবেন না। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত করছে।
এ দিনের শুনানিতে, আদালতে রবার্টের বিদেশ যাত্রার আবেদনের বিরুদ্ধে সওয়াল করেন ইডি-র আইনজীবীরা। ডিপি সিং এবিং নীতীশ রানা আদালতে বলেন, রবার্টকে যেন বিদেশ যেতে অনুমতি না দেওয়া হয়। তিনি দেশের বাইরে গেলে তথ্য-প্রমাণ লোপাট হতে পারে। পাল্টা রবার্টের আইনজীবী বলেন, প্রমাণ লোপাটের কোনও ব্যাপারই নেই। দুটি যুক্তি আদালতে উত্থাপন করেন রবার্টের কৌঁসুলি। এক, রবার্টের যে সম্পত্তি নিয়ে মামলা, তা লন্ডনে। আর উনি যাচ্ছেন স্পেনে। দুই, এই মামলার সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্ত এজেন্সি আদালতে জমা দিয়েছেন বলে আগেই দাবি করেছেন। তাহলে নতুন করে কী লোপাটের থাকতে পারে? দু’পক্ষের সওয়াল-জবাব শুনে রবার্টকে স্পেন যাওয়ার অনুমতি দেয় দিল্লির বিশেষ আদালত।