
দ্য ওয়াল ব্যুরো: এখনও নিজের দাবি থেকে সরে আসেননি রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট। জানা গিয়েছে, তাঁর দাবি এক বছরের মধ্যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। এই দাবি মেনে নিলে তবেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন তিনি।
কংগ্রেস শীর্ষনেতৃত্বের কারও সঙ্গে যোগাযোগ নেই শচীন পাইলটের। কেবল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার সঙ্গেই যোগাযোগ রয়েছে তাঁর। প্রিয়ঙ্কার মাধ্যমেই নিজের দাবি সনিয়া-রাহুলের সামনে তুলে ধরছেন পাইলট। প্রিয়ঙ্কা চেষ্টা করছেন কথা বলে পাইলটকে বোঝানোর। কিন্তু তিনি নাকি নিজের দাবিতে অনড়।
প্রিয়ঙ্কার এক ঘনিষ্ঠ সূত্রে খবর, শচীন পাইলট চাইছেন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস শীর্ষনেতৃত্ব ঘোষণা করুক যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে। একমাত্র তখনই তিনি সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন। কংগ্রেসের তরফে পাইলটকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রিয়ঙ্কার হাজার অনুরোধেও নাকি এখন কাজ হচ্ছে না। কংগ্রেস শীর্ষনেতৃত্বের উপর ভরসা রাখতে নারাজ পাইলট। তাই এখনও নিজের দাবি থেকে সরছেন না এই তরুণ নেতা।
সূত্রের খবর, বুধবারও নাকি ফোনে প্রিয়ঙ্কাকে পাইলট বলেছেন, একদিকে কংগ্রেস বলছে তাঁর জন্য দরজা খোলা রয়েছে। অন্যদিকে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গান্ধী পরিবারের কাছে তাঁর নামে মিথ্যে বলেছেন। তাঁর ভাবমূর্তি নষ্ট করেছেন।
এরমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন পাইলট ও তাঁর ১৮ বিধায়ক। এই পদক্ষেপে কংগ্রেস নেতৃত্ব আরও ক্ষুব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। পাইলটের এই পদক্ষেপের ফলে দলে তাঁর জায়গা আরও খারাপ হতে পারে বলেই খবর কংগ্রেস অন্দরের।
অন্যদিকে শুক্রবার সকালে বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কংগ্রেসের দুই বিদ্রোহী বিধায়কের কথাবার্তার অডিও টেপ ফাঁস হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এই পরিপ্রেক্ষিতে দুটি এফআইআরও দায়ের করেছে কংগ্রেস। পাইলটের শিবির থেকে দাবি করা হয়েছে, তাঁদের কোনও বিধায়ক বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেননি। শচীন পাইলট ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খোদ মুখ্যমন্ত্রীই।
শনিবার সকালে ফের একবার শচীন পাইলট বলেছেন, রাজস্থান তাঁর কর্মভূমি। তিনি সেখানেই সব কাজ করেছেন। আর সেটা কংগ্রেসে থেকে। তাই সেখানে বিজেপিতে যোগ দেওয়ার কোনও কথাই নেই। তাঁর বিরুদ্ধেই একটা বড় চক্রান্ত হয়েছে। আর সেটাই গান্ধী পরিবারের সামনে তুলে ধরতে চান তিনি। তবে তার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দাবি থেকে নাকি মোটেই সরছেন না পাইলট।