
দ্য ওয়াল ব্যুরো: ভারতে কয়েক মাস ধরে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন কয়েক হাজার কৃষক। এই আন্দোলনকে ভারত সরকার শ্রদ্ধা দেখিয়েছে ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে, রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে এমনটাই জানাল ভারত।
শুক্রবার মানবাধিকার কাউন্সিলের ৪৬ তম আলোচনা সভায় ভারতের তরফে প্রতিনিধি ইন্দ্র মণি পাণ্ডে এই মন্তব্য করেন। তিনি জানান, কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই আইনগুলি পাশ করা হয়েছে। পাণ্ডে বলেন, “২০২৪ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। তিনটি কৃষি আইন পাশ করার উদ্দেশ্য ছিল যাতে নিজেদের উৎপাদিত ফসলের বেশি দাম পান কৃষকরা। এই আইনের মাধ্যমে বিশেষ করে কম জমি আছে এমন কৃষকরা বেশি সুবিধা পেতেন। কৃষকদের আন্দোলনকে শ্রদ্ধা দেখিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে।”
রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট সম্প্রতি জানান, যেসব সাংবাদিক ও সমাজকর্মী কৃষক আন্দোলনের সমর্থনে প্রতিবাদ করছেন তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হচ্ছে। এটা মানুষের অধিকার লঙ্ঘনের সমান।
তার জবাবে পাণ্ডে বলেন, “আমরা হাই কমিশনারের কিছু মন্তব্য শুনেছি। তিনি বোধহয় জানেন না এই সমস্যাগুলির মোকাবিলা করার জন্য ভারত সরকার কীভাবে চেষ্টা করেছে। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক আন্দোলনের নামে দিল্লিতে যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে উনি মুখ খোলেননি। জঙ্গি কার্যকলাপ নিয়ে ওনার অবস্থান নতুন নয়। মানবাধিকার কমিশনের মধ্যে পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। কিন্তু আমরা দুঃখিত হাই কমিশনারের মন্তব্যে অনেক তথ্যের অভাব ও পক্ষপাতিত্ব ছিল।”