
দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের উপর নজর রাখার কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এই বিষয়ে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানাল সুপ্রিম কোর্টও। জানিয়ে দেওয়া হল, ওটিটি প্ল্যাটফর্মে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ অনেক সময় তাতে পর্নোগ্রাফিও দেখানো হয়। তাই এই বিষয়ে কেন্দ্রের নির্দেশিকা সর্বোচ্চ আদালতের সামনে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যামাজন প্রাইম-এর বিতর্কিত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’এর উপরে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অ্যামাজন ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিত। সেই মামলায় এদিন বিচারপতি অশোক ভূষণ জানান, “এখন ইন্টারনেট ও ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু সেখানে কিছু নিয়ন্ত্রণ প্রয়োজন।”
বিচারপতি আর এস রেড্ডি বলেন, “একটা ভারসাম্য থাকা দরকার। কারণ কিছু ওটিটি প্ল্যাটফর্মে তো পর্নোগ্রাফিও দেখানো হয়।”
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির এই ডিভিশন বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তা কোর্টের সামনে পেশ করতে। তারপরে শুক্রবার সেই মামলার শুনানি হবে।
অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক শুরু হয়। সেখানে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন অনেকে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়। অভিনেতা মহম্মদ জিশান আয়ুব, পরিচালক আলি আব্বাস জাফর, লেখক গৌরব সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু মেহরার বিরুদ্ধে এফআইআর হয়। তাঁদের গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অপর্ণা পুরোহিত। কিন্তু তখনও সেই আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।