
দ্য ওয়াল ব্যুরো: সোমবার গোয়ার মিরামার বিচে সম্পন্ন হয়েছে মনোহর পরির্করের শেষকৃত্য। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন পানজিমে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও। পরির্করের পরিবারের সঙ্গেও কথাবার্তা বলেন তাঁরা। এসেছিলেন, দেশের প্রথম সারির অনেক নেতা। রাষ্ট্রীয় মর্যাদায় এ দিন সম্পন্ন হয়েছে মনোহর পরির্করের শেষকৃত্য। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মিনামার বিচে হাজির হয়েছিলেন কয়েক হাজার লোক।

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর। বয়স হয়েছিল ৬৩ বছর। প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। গত একবছর ধরেই চলছিল চিকিৎসা। গোয়া, দিল্লি, মুম্বই এবং নিউ ইয়র্কের একাধিক হাসপাতালে চলেছিল তাঁর চিকিৎসা। শনিবার সকালেই চিকিৎসকরা জানিয়েছিলেন শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে মনোহর পরির্করের। এরপর রবিবার সন্ধ্যায় মারা যান তিনি। জানা গিয়েছে, পানজিমে ছেলের বাড়িতেই মারা যান মনোহর পরির্কর। তাঁর মৃত্যুর পর সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বন্ধ ছিল গোয়ার সমস্ত স্কুল-কলেজ।
এক বছর আগে থেকেই অসুস্থতার কারণে একাধিক বার তাঁর পদে থাকা-না-থাকা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু রাজ্য বিজেপি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মন্ত্রিত্বে তাঁকেই রাখা হবে। সম্প্রতি, অসুস্থ অবস্থাতেই নাকে নল লাগিয়ে বাজেট পেশ থেকে শুরু করে সব কাজ করেছেন পর্রিকর। জানুয়ারি মাসে গোয়ায় একটি ব্রিজের উদ্বোধনও করেন তিনি।