
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে এখনও কোভিড সংক্রান্ত বিধিনিষেধ জারি রয়েছে। আগামী ৩১ মার্চ অবধি এই বিধিনিষেধ জারি থাকবে বলেই জানিয়েছে প্রশাসন। অর্থাৎ অফিস, দোকান, কারখানা সব কিছুই অনেক কম সময় ধরে ও কম কর্মী নিয়েই চলবে।
প্রশাসন জানিয়েছে, এই বিধিনিষেধ কেউ ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেইসঙ্গে পুলিশ ও পুরসভাকে জানানো হয়েছে কন্টেইনমেন্ট জোনে যে যে নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে। এই বিধিনিষেধের মধ্যে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সবথেকে গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে প্রশাসন।
এখনও পর্যন্ত অবশ্য দেশে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। গতকালই সেই নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। তামিলনাড়ুতেও বন্ধ রয়েছে সব ধরনের বিমান চলাচল। শুধুমাত্র জরুরি পরিষেবাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
রাজ্যের তরফে ৬৫ বছরের বেশি বয়সী, ১০ বছরের কম বয়সী, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে ও গর্ভবতী মহিলাদের সব ধরনের সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। কারও কোনও রকমের সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সোমবার থেকেই মহারাষ্ট্রে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হওয়ার কথা। এই পর্যায়ে ৬০ বছরের বেশি বয়সী ও ৪৫ বছরের বেশি বয়সী যাঁদের কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁদের টিকা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে টিকাকরণে আরও জোর দিতে চাইছে তামিলনাড়ু সরকার। অল্প সময়ের মধ্যে যাতে আরও বেশি মানুষকে টিকা দেওয়া যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
আগামী ৬ এপ্রিল আবার তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেছে প্রশাসন। একদিনেই রাজ্যের ২৩৪ আসনে হবে ভোট। নির্বাচনের সময় যাতে সংক্রমণ না বাড়ে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষাবিধি মেনে কীভাবে নির্বাচন করা যায় সেই ব্লু প্রিন্টই তৈরি করছে প্রশাসন।