
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক পাইলটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মডেল তথা টেলিভিশন অভিনেত্রী। সোমবার এই কথা জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের ওশিওয়াড়া পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান ওই তরুণী। তারপরেই ওই পাইলটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিজের অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, গত বছর ডিসেম্বর মাসে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে ওই পাইলটের সঙ্গে পরিচয় হয় তাঁর। যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দেয়। তিনিও সেই প্রস্তাবে রাজি হয়ে যান বলে জানিয়েছেন তরুণী।
অভিনেত্রী জানিয়েছেন, ধীরে ধীরে তাঁদের সম্পর্ক গভীর হতে থাকে। ভোপালের বাসিন্দা ওই পাইলট বর্তমানে মুম্বইয়ে থাকে। ফোন ও সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথা চলতে থাকে। দিন দশেক আগে ওই যুবক তরুণীকে ফোন করে বলে, সে তরুণীর সঙ্গে দেখা করতে চান। সেইসঙ্গে তরুণীর বাড়ি দেখার ইচ্ছের কথাও বলে সে।
তরুণী মুম্বইয়ে একাই থাকেন। তিনি যুবকের কথায় রাজি হয়ে তাকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে এসে ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। যদিও যুবক তরুণীকে জানায়, তাঁকে নিজের বাবা-মার সঙ্গে দেখা করাবে সে। তারপরে বিয়ের প্রস্তুতি নেবে। তাতে সাময়িকভাবে রাজি হন তরুণী। কিন্তু যুবক কোনও দিনই নিজের কথা রাখেনি।

অবশেষে তরুণী বুঝতে পারেন তাঁকে প্রতারণা করছে ওই যুবক। তাই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।