
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অফিশিয়াল হ্যান্ডেল থেকে তাঁর প্রোফাইল পিকচার বিষ্যুদবার দুম করেই সরিয়ে দেয় টুইটার।
কেন?
কারণ টুইটারের বক্তব্য, অমিত শাহ ওই ছবি প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করে কপিরাইটের স্বত্বের শর্ত লঙ্ঘন করেছেন। অন্য একজন দাবি করেছেন ওই ছবিটির কপিরাইট তাঁর। সেই কারণেই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে।
Twitter restores profile photo of Union Home Minister Amit Shah's account, earlier it had removed the photo over claims in “response to a report from a copyright holder”. pic.twitter.com/uhW3kNtpgn
— ANI (@ANI) November 12, 2020

টুইটারের এই পদক্ষেপ নিয়ে এদিন সন্ধ্যায় হই হই পড়ে যায় সরকারি মহলে। গেরুয়া শিবিরের লোকজনও বেজায় চটে যায়। বক্তব্য এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা তাঁর প্রোফাইল ছবি তা বলে পাল্টে দেবে? এত সাহস!
পরে কে কাকে কী বলেছে কে জানে, দেখা যায় ফের অমিত শাহর সেই ছবিটাই প্রোফাইল পিকচারের জায়গায় বসিয়ে দিয়েছে টুইটার।

পর্যবেক্ষকদের অনেকের মতে, কপিরাইটের আইন নিয়ে বিদেশে খুব কড়াকড়ি রয়েছে। এখানে তা সবাই ঠিক মতো মেনে চলে না। মার্কিন প্রতিষ্ঠান হিসাবে হয়তো টুইটার সেই সংস্কৃতিই বজায় রাখতে চেয়েছিল। এখানে অনেকে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোফাইল পিকচার সরানো নিয়ে হইচই করছেন, কিন্তু ভুলে গেলে চলবে না কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।